Sobar Desh | সবার দেশ সবার দেশ ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৮, ৩ নভেম্বর ২০২৫

৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেবে এএনএসও

চীনে সম্পূর্ণ অর্থায়নে উচ্চশিক্ষার সুযোগ

চীনে সম্পূর্ণ অর্থায়নে উচ্চশিক্ষার সুযোগ
ছবি: সংগৃহীত

চীনের উচ্চশিক্ষা ও গবেষণায় আগ্রহী মেধাবী তরুণদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছে ‘অ্যালায়েন্স অব ইন্টারন্যাশনাল সায়েন্স অর্গানাইজেশনস’ বা এএনএসও। বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত এ বৃত্তি কর্মসূচির আওতায় আগামী শিক্ষাবর্ষে মোট ৫০০ জন শিক্ষার্থীকে সম্পূর্ণ অর্থায়নে পড়াশোনার সুযোগ দেবে চীন।

এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা পড়াশোনার সুযোগ পাবেন দেশটির দুটি খ্যাতনামা প্রতিষ্ঠানে—ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি অব চায়না (USTC) এবং ইউনিভার্সিটি অব চায়নিজ একাডেমি অব সায়েন্সেস (UCAS)। এখানে তারা স্নাতকোত্তর (মাস্টার্স) ও পিএইচডি পর্যায়ে পড়াশোনা ও গবেষণায় অংশ নিতে পারবেন।

সুযোগ-সুবিধা

এএনএসও স্কলারশিপ সম্পূর্ণ অর্থায়িত। আবেদন করতে কোনো ফি দিতে হয় না, এবং নির্বাচিতদের জন্য টিউশন ফিও সম্পূর্ণ মওকুফ করা হয়। এছাড়া শিক্ষার্থীদের জন্য রয়েছে মাসিক ভাতা—মাস্টার্স পর্যায়ে প্রতি মাসে ৩ হাজার ইউয়ান, আর পিএইচডি পর্যায়ে ৬ হাজার থেকে ৭ হাজার ইউয়ান পর্যন্ত। পাশাপাশি এককালীন বিমানভাড়া, আবাসন ও পূর্ণ মেডিকেল ইনস্যুরেন্স সুবিধাও প্রদান করা হবে।

এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা আধুনিক ল্যাব, বিশ্বমানের গবেষণা পরিবেশ এবং আন্তর্জাতিক অধ্যাপকদের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন। ফলে ভবিষ্যতের গবেষক ও বিজ্ঞানী হিসেবে নিজেদের দক্ষতা গড়ে তোলার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠবে।

যোগ্যতা ও শর্ত

  • এ বৃত্তির জন্য আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই বিদেশি হতে হবে, অর্থাৎ চীনের নাগরিক হওয়া চলবে না।
  • মাস্টার্স পর্যায়ের জন্য আবেদনকারীর জন্ম হতে হবে ১ জানুয়ারি ১৯৯৬ বা এর পরে, আর পিএইচডি পর্যায়ের জন্য ১ জানুয়ারি ১৯৯১ বা এর পরে।
  • আবেদনকারীদের ইংরেজি বা চীনা ভাষায় পর্যাপ্ত দক্ষতা থাকা বাধ্যতামূলক।

বৃত্তির সংখ্যা

প্রতি বছর মোট ৫০০টি বৃত্তি প্রদান করা হয়—এর মধ্যে ২০০টি মাস্টার্স ও ৩০০টি পিএইচডি প্রোগ্রামের জন্য।

প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনের সময় প্রার্থীদের কিছু নির্দিষ্ট নথি প্রস্তুত রাখতে হবে—

  • বৈধ পাসপোর্টের কপি
  • হালনাগাদ সিভি
  • গবেষণা অভিজ্ঞতার সংক্ষিপ্ত বর্ণনা
  • দুটি সুপারিশপত্র
  • গবেষণা প্রস্তাবনা (রিসার্চ প্রপোজাল)
  • ভাষা দক্ষতার প্রমাণপত্র (IELTS/TOEFL বা সমমান)
  • মেডিকেল ফিটনেস সনদ

এ ছাড়া মাস্টার্স প্রোগ্রামের জন্য স্নাতক ডিগ্রির সনদ এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রির সনদ জমা দিতে হবে।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য ও আবেদন ফরম পাওয়া যাবে এএনএসও–এর সরকারি ওয়েবসাইটে

আবেদনের শেষ তারিখ ৩১ জানুয়ারি ২০২৬। সময়সীমার আগে আবেদন জমা দেয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

যারা চীনে গবেষণা ও উচ্চশিক্ষায় আগ্রহী, তাদের জন্য এএনএসও স্কলারশিপ হতে পারে এক অনন্য ও জীবনবদলানো সুযোগ।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

সোনারগাঁয়ে ছিনতাইকারীদের সিএনজিতে জনতার আগুন
ইরানবিরোধী হামলায় সৌদি আকাশসীমা নয়: যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা রিয়াদের
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি
বিমান পরিচালনা পর্ষদে সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি
একুশে বইমেলা-২০২৬ শুরু ২০ ফেব্রুয়ারি
পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২ বছরের মুনাফা পাবেন না
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত
দীর্ঘ বিরতির পর কুমিল্লায় তারেক রহমান
সোনার ভরি ছাড়ালো ২ লাখ ৩৪ হাজার টাকা
নাটোরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাগাতিপাড়ার সামসুন্নাহার ও তৌহিদুল হক
ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষকের পলায়ন, মাদরাসায় অগ্নিসংযোগ
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
মিথ্যা ঘোষণায় আমদানি করা ভারতীয় ইলিশের চালান আটক
ইরান বিক্ষোভ দমনে সফল, সরকারপন্থিদের দখলে রাজপথ
রংপুরে বিষাক্ত মদপানে মৃত্যু মিছিল, সংখ্যা বেড়ে ৮
চেম্বার আদালতেও হতাশ হাসনাতের আসনের বিএনপি প্রার্থী মুন্সী
বিএনপি নেতা সাজু বহিষ্কার
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের সাক্ষাৎ
আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দির মুক্তি
ইরানে হস্তক্ষেপ হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবেন খামেনি