বাংলাদেশ ভ্রমণে মার্কিন সতর্কতা নিয়ে ভারতীয় গণমাধ্যমে মিথ্যাচার

বাংলাদেশে মার্কিন নাগরিকদের ভ্রমণ সতর্কতা নিয়ে ভারতীয় কিছু গণমাধ্যমের প্রতিবেদনকে ‘বিভ্রান্তিকর’ বলে আখ্যা দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
১৯ এপ্রিল ‘সিএ প্রেস উইং ফ্যাক্টস’ ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ভারতীয় গণমাধ্যম মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভ্রমণ সতর্কতা নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে। বিশেষত, পার্বত্য চট্টগ্রামে (সিএইচটি) ‘সাম্প্রদায়িক সহিংসতার’ কারণে নতুন করে স্তর-৪ ‘ভ্রমণ করবেন না’ সতর্কতা জারির দাবি তথ্যগতভাবে ভুল।
বিবৃতিতে স্পষ্ট করা হয়, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত পর্যালোচনার অংশ হিসেবে সতর্কতাটি পুনঃপ্রকাশ করেছে, যেখানে শুধু ছোটখাটো সম্পাদনা করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বা বাংলাদেশের অন্য কোনো অঞ্চলের সতর্কতার স্তরে কোনো পরিবর্তন হয়নি। বর্তমান সতর্কতা:
- পার্বত্য চট্টগ্রাম: স্তর-৪ ‘ভ্রমণ করবেন না’ (দীর্ঘদিনের স্থিতাবস্থা)।
- বাংলাদেশের বাকি অঞ্চল: স্তর-৩ ‘ভ্রমণ পুনর্বিবেচনা করুন’।
প্রেস উইং জানায়, নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে সতর্কতার স্তর বাড়ানোর দাবি মিথ্যা ও বিভ্রান্তিকর। এ ভুল তথ্য সাংবাদিকতার মানে ত্রুটি প্রতিফলিত করে এবং এর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে। দায়িত্বশীল সাংবাদিকতার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তারা গণমাধ্যমকে তথ্য যাচাই না করে প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
সঠিক তথ্যের জন্য জনসাধারণ ও গণমাধ্যমকে মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইট দেখার পরামর্শ দেয়া হয়েছে।
সবার দেশ/কেএম