Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৩, ৩০ এপ্রিল ২০২৫

স্বামীসেবার জন্য মুক্তি চাইলেন দীপু মনি

স্বামীসেবার জন্য মুক্তি চাইলেন দীপু মনি
ফাইল ছবি

জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে গ্রেফতার সাবেক মন্ত্রী ডা. দীপু মনি প্যারোলে মুক্তির জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছেন। 

বুধবার (৩০ এপ্রিল ২০২৫) এ বিষয়ে শুনানি হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, দীপু মনির আইনজীবীর মাধ্যমে আবেদনটি আদালতে উপস্থাপন করা হয়।

আবেদনে বলা হয়, তার স্বামী হাসপাতালে চিকিৎসাধীন থাকায় সেবার জন্য তার পাশে থাকা প্রয়োজন। শুনানি শেষে ট্রাইব্যুনাল দীপু মনিকে প্যারোলের আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করতে নির্দেশ দিয়েছেন।

এর আগে, গত ২৮ এপ্রিল দীপু মনির প্যারোলের আবেদন ট্রাইব্যুনাল আমলে নেয়নি, জানিয়ে দিয়েছিলো যে প্যারোলের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ার। গত ১ আগস্ট রাজধানীর বারিধারা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় হত্যা মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে

একই দিনে, ট্রাইব্যুনালে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনার উল্লেখ করা হয়। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও বক্তব্যের ফরেনসিক প্রমাণ পাওয়া গেছে, যেখানে তিনি বলেছেন, ‘আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি।’ এ বক্তব্যের জন্য তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে, যা ট্রাইব্যুনালের বিচারকাজে হুমকি হিসেবে বিবেচিত। 

এছাড়া, জুলাই-আগস্টের আন্দোলনে নারায়ণগঞ্জে হত্যার ঘটনায় ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর আগে গুলি করে হত্যার ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেয়া হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নির্বাচন না হলে যাদের লাভ, হাদির ঘাতক সেখানেই: তারেক রহমান
নতুন গ্যাস কূপ খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট
সিইসির বিতর্কিত বক্তব্যের ব্যাখ্যা দিলো ইসি
ইতিহাসের নতুন উচ্চতায় স্বর্ণ, ভরিতে দাম ছাড়াল ২ লাখ ১৭ হাজার টাকা
বেনাপোলে ১৭ লক্ষ টাকাসহ দুই ভারতীয় নারী আটক
গরুর সঙ্গে শত্রুতা, গোয়ালঘরে দুটি জবাই
চট্টগ্রামে ঝুটের গুদামে ভয়াবহ আগুন
১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ ও বেদনার মহাকাব্যিক দিন: তারেক রহমান
বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে ‘সেভেন সিস্টার্স’ আলাদা করে দেবো: হাসনাত আবদুল্লাহ
সিঙ্গাপুরে পৌঁছাল হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে
মরক্কোতে আকস্মিক বন্যায় ৩৭ জনের মৃত্যু
কমছে মোবাইল ফোনের দাম
আনিস আলমগীর গ্রেফতার, তোলা হবে আদালতে