আসিফ মাহমুদের বিস্ফোরক ঘোষণা
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ
নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। সপ্তাহ খানেক আগে থেকেই প্রক্রিয়া শুরু হয়েছে। সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে এখন তা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

আওয়ামী লীগের দুই অগ্রভাগের সহযোগী সংগঠন— যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ— নিষিদ্ধ হওয়ার পথে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
বৃহস্পতিবার (৮ মে)রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। সপ্তাহ খানেক আগে থেকেই প্রক্রিয়া শুরু হয়েছে। সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে এখন তা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
তিনি আরও জানান, গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠনগুলোর রাজনৈতিকভাবে নিশ্চিহ্নকরণই জুলাইয়ের গণ-অভ্যুত্থানের মূল অঙ্গীকার। আমরা সে পথেই এগোচ্ছি।
এ ঘোষণার পর দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। বিশেষ করে আওয়ামী লীগের ভিতরে ও বাইরে চরম উত্তেজনা ও উৎকণ্ঠা দেখা দিয়েছে বলে জানা যাচ্ছে। বিশ্লেষকদের মতে, যদি সরকারবিরোধী এ বক্তব্য বাস্তবে রূপ নেয়, তবে দেশের রাজনীতিতে একটি নতুন মেরুকরণ তৈরি হবে।
উল্লেখ্য, এর আগে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছিলেন, আজ রাতেই আওয়ামী লীগের ভাগ্য নিয়ে ‘ফয়সালা’ হবে। সে ঘোষণার এক ঘণ্টার ব্যবধানে এলো যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নিষিদ্ধের বার্তা।
এ দুই ঘোষণাকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিশ্বস্ত সূত্র।
সবার দেশ/কেএম