Header Advertisement

Sobar Desh | সবার দেশ ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ০১:৪৪, ১১ মে ২০২৫

আওয়ামী লীগ নিষিদ্ধে ইবিতে বিজয়ের উল্লাস

আওয়ামী লীগ নিষিদ্ধে ইবিতে বিজয়ের উল্লাস
ছবি: সবার দেশ

বাংলাদেশ আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা। 

শনিবার (১০ মে) রাত সাড়ে ১১টায়   মিছিলটি বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে সমাবেশে রূপ নেয়।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাইল হোসেন রাহাত, খেলাফত ছাত্র মজলিশের সভাপতি সাদেক আহমেদ, শাখা ছাত্রশিবির সভাপতি মাহমুদুল হাসান, ইবি  সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক গোলাম রাব্বানী, ইয়াশিরুল কবীর, সাজ্জাতুল্লাহ শেখ, নাহিদ হাসান ছাড়াও কয়েকশো শিক্ষার্থী।

এ সময় শিক্ষার্থীরা, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’; ‘খুনি লীগের ঠাই; এই বাংলায় হবে না’, ‘একশন টু একশন, ডাইরেক্ট অ্যাকশন’; ‘এই মুহূর্তে খবর এলো, আওয়ামী লীগ নিষিদ্ধ হলো; ‘যমুনা থেকে খবর এল, আওয়ামী লীগ নিষিদ্ধ হলো’; ‘পতেঙ্গা না যমুনা, যমুনা যমুনা’; ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’; ‘ইনকিলাব জিন্দাবাদ’; ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’; ‘লীগ ধর, জেলে ভর’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাইল হোসেন রাহাত বলেন, জুলাই অভ্যুত্থানের পরেই আমাদের দাবি ছিলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। দীর্ঘ একটি সময় পেরিয়ে গেলেও অবশেষে আমাদের সে দাবি পূরণ হয়েছে। এখন বিচারিক প্রক্রিয়া শেষে দ্রুত আওয়ামী লীগকে সর্বোতভাবে নিষিদ্ধ করতে হবে। শহীদ আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম, ওসামার এ বাংলায় আমরা আর কোনো কালো হাত সহ্য করবো না। দ্রুততম সময়ের মধ্যে আমাদের ভাইদের রক্তের বদলা এ ইন্টারিমকে নিতে হবে।

শাখা শিবির সভাপতি মাহমুদুল হাসান বলেন, এ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরেই ভারতের তাবেদারি করার জন্য আমার সেনাবাহিনীর ভাইদের হত্যা করেছিলো। বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড় করাতে চাওয়া নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দিয়ে হত্যা করেছে। তারা বিভিন্ন সময় আমাদের দেশের মানুষকে গুম করেছে, খুন করেছে। শাপলা চত্বরে নির্বিচারে গুলি চালিয়ে আমার ভাইদের হত্যা করেছে। যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে, আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে কথা বলেছে, তাদের কখনোই সহ্য করতে পারেনি। আওয়ামী সন্ত্রাসীদের বিচার হওয়ার আগ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি সমন্বয়ক এস এম সুইট বলেন, আজ আট-নয় মাস পরে একটি জিনিস প্রতীয়মান হয়েছে, তা হচ্ছে— বাংলাদেশের জনগণ যা বলবে, সরকার তা করতে বাধ্য। বাংলাদেশ জনতা ঠিক করবে— আগামীর বাংলাদেশ কোন পথে চলবে। আগামী বাংলাদেশ চলবে ছাত্রজনতার কথায়। জুলাইয়ের ঘোষণাপত্র যতদিন না পাবো, ততদিন আমাদের জুলাই বিপ্লবীদের জীবন নিরাপত্তাহীনতায় থাকবে। ইন্টারিম ৩০ দিনের কথা বলেছে, আমরা ৩০ দিনই সময় দিতে চাই, ৩১ দিন হলে আমরা আন্দোলনে নেমে যাবো। আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে।

সুইট আরও বলেন, আজ আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, কাল যে আওয়ামী লীগ হয়ে উঠতে চেষ্টা করবে, তাদের রুখে দিতে হবে। আগামীর বাংলাদেশ ছাত্রজনতার কথায় চলবে।

এর আগে শনিবার রাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি সভায় বাংলাদেশ আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধের এ সিদ্ধান্ত নেয়া হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নিষিদ্ধ হয়ে বিশৃঙ্খলার পরিকল্পনা করছে গণহত্যাকারীরা: আসিফ মাহমুদ
‘জুলাই ঘোষণাপত্র’ না দেয়া পর্যন্ত ঘরে ফেরা নয়
যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে শীর্ষে বাংলাদেশ
মরিয়ম বেগমের গর্ভে জন্ম নিলো ৬ নবজাতক
ভাইয়ের বাড়িতে ‘স্মৃতিময় ফেরা’ খালেদা জিয়ার
বান্ডিল বান্ডিল টাকা ছুড়ে জামিনের হুমকিদাতা তামান্না গ্রেফতার
ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ নিষিদ্ধ
১৮ কোটি মানুষ আওয়ামী লীগকে চায় না— ফখরুল
পিছু হটলো ভারত, যুদ্ধবিরতিতে সম্মত
পলাতক শক্তির পুনর্বাসন চায় না জনগণ: তারেক রহমান
খেলার মাঠেও পাকিস্তানের কাছে হারলো ভারত!
ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার শুরু চলতি মাসেই
আ.লীগ নিষিদ্ধে ইবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু
আওয়ামী লীগ নিষিদ্ধে ৪৩ দল একাট্টা
২ ম্যাচ হেরেও বিশ্বকাপের টিকিট পেলো বাংলাদেশ নারী দল