শেখ মুজিবের গ্রাফিতি মুছে দিল ঢাবি ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের গেটের দেয়ালে থাকা শেখ মুজিবুর রহমানের নাম ও ছবি মুছে দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার (৭ মে) দুপুরে এ কাজ করেন তারা। এসময় তাদের স্লোগান ছিল— ‘মুজিববাদের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘ফ্যাসিবাদ মানি না, মানবো না’ ইত্যাদি।
ছাত্রদলের মাস্টারদা সূর্যসেন হল শাখার সাহিত্য সম্পাদক আবিদুর রহমান মিশু বলেন, জনগণের টাকায় ফ্যাসিবাদী নিদর্শন তৈরি করা হয়েছে। আমরা তা সরিয়ে দিচ্ছি গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে।
স্যার এ এফ রহমান হলের প্রচার সম্পাদক সায়মন বলেন, রাতের আঁধারে ‘জয় বাংলা’ লিখে যায় ছাত্রলীগ, অথচ প্রশাসন চুপ। তাই প্রতিরোধ হিসেবে আমরা এগুলো মুছে দিয়েছি।
ঘটনার সময় ছাত্রদলের আরও কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সবার দেশ/কেএম