বাড়ছে না গ্যাস-বিদ্যুতের দাম

গ্যাস ও বিদ্যুতের দাম আপাতত বাড়ছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
বুধবার (৭ মে) সচিবালয়ে গ্যাস সংকট নিয়ে শিল্প উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, নতুন দামে গ্যাস আমদানি করলেও আমরা দাম বাড়াচ্ছি না। জনস্বার্থ এবং শিল্পের কথা ভেবেই এ সিদ্ধান্ত।
তিনি জানান, রমজানে যেসব বিদ্যুৎ সাপ্লাই দেয়া হয়েছিলো, সেখান থেকে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ এখন শিল্প কারখানায় সরবরাহ করা হবে।
উপদেষ্টা আরও বলেন, দেশীয় গ্যাসের উৎপাদন বাড়াতে এলএনজি আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সবার দেশ/কেএম