ঘৃণা নিয়ে ক্ষমতায় থাকার চেয়ে সম্মান নিয়ে লড়াই করা গৌরবের
বাংলাদেশের আপসহীন নেত্রী, সর্বজন শ্রদ্ধেয়া, প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর শহীদ ওসমান হাদি'র মৃত্যুর মধ্যে একটা অদ্ভুত মিল আছে।
একটু লক্ষ্য করলেই বুঝা যায়, দুজনের মৃত্যু একই বছর, একই মাসে। হাদি শহীদী মৃত্যু কামনা করেছিলো, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রার্থনা কবুল করেছেন । কিন্তু সে বোধহয় কল্পনাও করে নাই, কত লক্ষকোটি মানুষের হৃদয় নিংড়ানো দোয়া আর ভালবাসার অশ্রুজলে তাকে শেষ বিদায় জানাবে।
সেজন্যেই আল্লাহ রাব্বুল আলামীন পবিত্র কুরআনে বলেন:
قُلِ اللّٰهُمَّ مٰلِكَ الْمُلْكِ تُؤْتِى الْمُلْكَ مَنْ تَشَآءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَآءُ ۖ وَتُعِزُّ مَنْ تَشَآءُ وَتُذِلُّ مَنْ تَشَآءُ ۗ بِيَدِكَ الْخَيْرُ ۗ اِنَّكَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ
‘বলো, ‘হে আল্লাহ! তুমি সমুদয় রাজ্যের মালিক, যাকে ইচ্ছে রাজ্য দান কর আর যার থেকে ইচ্ছে রাজ্য কেড়ে নাও এবং যাকে ইচ্ছে সম্মানিত করো আর যাকে ইচ্ছে অপদস্থ কর, তোমারই হাতে সব রকম কল্যাণ, নিশ্চয়ই তুমি সকল বস্তুর ওপর ক্ষমতাবান’। (সূরা আল ইমরান 3: আয়াত: ২৬)
বেগম জিয়ার মৃত্যটাও একটা গ্লোরিয়াস মৃত্যু। কেনোনা তার শারিরীক অবস্থা বেশ অনেককাল ধরেই খারাপ যাচ্ছিলো। যেকোনও সময়ই আল্লাহ্পাক তাকে নিয়ে নিতে পারতেন। ২৪ এর জুলাইয়ের আগে দুনিয়ায় সফর শেষ করলে এ স্বদেশ ভূমিতে তিনি জানাযাটাও ঠিকমতো পেতেন কিনা সন্দেহ ছিলো। ছেলের হাতের মাটিও পেতেন না, আর স্বামীর কবরের পাশে কবর! সেটা তো বলাই বাহুল্য। এজন্যই হয়তো বলা হয়েছে, মহান আল্লাহ্ নিজে যাকে সম্মানিত করেন তাকে দুনিয়ার কেউ অসম্মানিত করতে পারে না। আর যাকে লাঞ্ছিত করেন তা দুনিয়ার কেউ রোধ করতেও পারে না (সূরা আল ইমরান)।
আল্লাহ যাদেরকে পছন্দ করেন তাদেরকে দুনিয়া এবং আখেরাতে সম্মানিত করেন।
আরও পড়ুন <<>> মৃত্যুঞ্জয়ী ‘হাদি’রা জাতীয় ঐক্যের প্রতীক
ভাগ্যের কি পরিহাস! একজন ক্ষমতায় না থেকেও রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান নিয়ে দাফন পাবেন, বিপরীত দিকে আরেকজন চরম ক্ষমতাধর হয়েও জনরোষের কবলে পড়ে অবশেষে বিদেশে পালিয়ে গিয়ে অন্যের দয়ায় বেঁচে আছেন স্বদেশের লক্ষ কোটি মানুষের ঘৃণা নিয়ে।
রাজনীতি করলে জেলে যেতে হবে এটি স্বাভাবিক ব্যাপার, কখনো অপমান অপদস্থ হতে হবে এটিও প্রায় স্বাভাবিক। কিন্তু এতো অপমান রাজনীতি করে কেউ পেতে পারে তার জলন্ত উদাহরণ বিগত ফ্যাসিস্ট হাসিনা আর এতো অতুলনীয় সম্মান কে পেতে পারেন তার রাজকীয় উদাহরণ প্রিয় নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া।
আমাদের দেশের রাজনীতিবিদরা অতীতের কথা মনে রাখেন না তাই তাদের উদ্দেশ্যে বলা যায় যে, যারা রাজনীতি করেন বাংলাদেশে, তাদের অতীত থেকে শিক্ষা নিয়ে রাজনীতি করা সমীচীন। আল্লাহ্ আমাদের সকলকে হেদায়েত দান করুন, আমিন।
লেখক:
এম এম এ শাহজাহান, প্রকৌশলী
মার্কেটিং অ্যাডভাইজার, ফাইন গ্রুপ।




























