Sobar Desh | সবার দেশ মনির হোসেন

প্রকাশিত: ০০:২৫, ২৬ ডিসেম্বর ২০২৫

সময়টাই তারেক রহমানের সবচেয়ে বড় শক্তি

সময়টাই তারেক রহমানের সবচেয়ে বড় শক্তি
ছবি: সংগৃহীত

৫ই আগস্টের পরপরই যদি তারেক রহমান দেশে ফিরতেন, তাহলে দৃশ্যপটটা হয়তো একেবারেই ভিন্ন হতো। তখন চারদিকজুড়ে ছিলো ইউনুস বন্দনার জোয়ার। নোবেল লরিয়েট, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, সুশীলতার মোড়কে মোড়ানো ‘উদ্ধারক’ গল্প—সব মিলিয়ে তিনি হয়ে উঠেছিলেন সময়ের নায়ক। সে আবহে তারেক রহমান আসলে গৌণ চরিত্রে পরিণত হতেন—এ কথা তিনি নিজেও ভালোভাবেই জানতেন।কিন্তু রাজনীতিতে সময়ই আসল অস্ত্র।

তারেক রহমান জানতেন, রাজনৈতিক অভিজ্ঞতা ছাড়া রাষ্ট্র পরিচালনা কতটা দুরূহ। ইতিহাস বলে, তথাকথিত ‘অরাজনৈতিক’ বা সুশীল সরকারের মোহ খুব দ্রুতই কাটে। বাস্তবতাও ঠিক সেটাই দেখিয়েছে। আইনশৃঙ্খলার অবনতি, রাজনৈতিক হত্যাকাণ্ডের গুঞ্জন, জনজীবনের নিরাপত্তাহীনতা, মবোক্রেসির উত্থান, জাতীয় ঐক্য ধরে রাখতে ব্যর্থতা—এসব এখন আর গোপন অভিযোগ নয়, প্রকাশ্য আলোচনার বিষয়।

যারা একসময় পাঁচ বছরের জন্য এ ব্যবস্থাকে সুযোগ দিতে চেয়েছিলেন, তারাও এখন পিছিয়ে আসছেন। মানুষের উপলব্ধি ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে—নোবেল লরিয়েট হওয়া আর একটি জটিল রাষ্ট্র চালানো এক জিনিস নয়। সুশীল মুখ নয়, দরকার রাজনৈতিক সরকার, রাজনৈতিক দায়বদ্ধতা, রাজনৈতিক অভিজ্ঞতা।

ঠিক এ ভাঙনের মুহূর্তেই এলো সে ঐতিহাসিক ঘোষণা—তারেক রহমান আসছেন। এরপর যা ঘটেছে, তা এক কথায় রাজনৈতিক বিস্ফোরণ। দেশের মিডিয়ার টকশো থেকে শুরু করে সংবাদ শিরোনাম, ফেসবুক টাইমলাইন থেকে চায়ের দোকানের আড্ডা—সবখানেই একটাই আলোচনা: তারেক রহমানের প্রত্যাবর্তন। তিনি হয়তো এ মুহূর্তে সরাসরি কিছু করতে পারবেন না। ক্ষমতা তার হাতে নেই, প্রশাসনও নয়। কিন্তু বাস্তবতা হলো—মিডিয়া তাকে কেন্দ্র করে ঘুরছে, সাংস্কৃতিক অঙ্গন তাকে গুরুত্ব দিচ্ছে, প্রায় সব রাজনৈতিক দলই যেন নীরবে তাকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবেই মেনে নিয়েছে।

এটা কোনও আনুষ্ঠানিক ঘোষণা নয়, কিন্তু এক ধরনের অঘোষিত স্বীকৃতি। এ অর্জনটা তাকে অন্য সবার চেয়ে কয়েক আলোকবর্ষ এগিয়ে দিয়েছে। রাজনীতিতে অনেক সময় দেরি করাটাই সবচেয়ে বুদ্ধিমান সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়। ছয় মাস আগে তিনি এলে এতটা উত্তাপ, এতটা ক্রেজ, এতটা গ্রহণযোগ্যতা তৈরি হতো না—এ কথা এখন অনেকেই স্বীকার করছেন।

সব মিলিয়ে বলা যায়, এটি আবেগের রাজনীতি নয়, এটি নিখুঁত সময়জ্ঞান। রাজনীতির দাবার বোর্ডে হয়তো এখনও খেলা শেষ হয়নি, কিন্তু এ চালটা নিঃসন্দেহে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো।

বেনাপোল, যশোর।

শীর্ষ সংবাদ:

সোনারগাঁয়ে ছিনতাইকারীদের সিএনজিতে জনতার আগুন
ইরানবিরোধী হামলায় সৌদি আকাশসীমা নয়: যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা রিয়াদের
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি
বিমান পরিচালনা পর্ষদে সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি
একুশে বইমেলা-২০২৬ শুরু ২০ ফেব্রুয়ারি
পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২ বছরের মুনাফা পাবেন না
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত
দীর্ঘ বিরতির পর কুমিল্লায় তারেক রহমান
সোনার ভরি ছাড়ালো ২ লাখ ৩৪ হাজার টাকা
নাটোরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাগাতিপাড়ার সামসুন্নাহার ও তৌহিদুল হক
ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষকের পলায়ন, মাদরাসায় অগ্নিসংযোগ
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
মিথ্যা ঘোষণায় আমদানি করা ভারতীয় ইলিশের চালান আটক
ইরান বিক্ষোভ দমনে সফল, সরকারপন্থিদের দখলে রাজপথ
রংপুরে বিষাক্ত মদপানে মৃত্যু মিছিল, সংখ্যা বেড়ে ৮
চেম্বার আদালতেও হতাশ হাসনাতের আসনের বিএনপি প্রার্থী মুন্সী
বিএনপি নেতা সাজু বহিষ্কার
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের সাক্ষাৎ
আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দির মুক্তি
ইরানে হস্তক্ষেপ হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবেন খামেনি