পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ
ভালো হতে, ভালো কাজ করতে হলে পয়সা লাগে না, মনের সদিচ্ছাই যথেষ্ট । আপনি ইচ্ছে করলে আপনার মনের সুকুমার বৃত্তিগুলো ফুটিয়ে তুলতে পারেন। যেমন ধরুন, আপনি হয়তো বাদাম কাগজের প্যাকেটে ভরে খেতে খেতে কোন পার্কে বা উদ্যানে প্রবেশ করলেন, সুবিধামতো একটি জায়গা পছন্দ করে সেখানে বসে মনের সুখে বাদাম খেতে থাকলেন। খাওয়া শেষে বাদামের খোসাগুলো গুছিয়ে একটু কষ্ট করে সে কাগজের থলের মধ্যে ভরে রাখলেন।