সময়টাই তারেক রহমানের সবচেয়ে বড় শক্তি
৫ই আগস্টের পরপরই যদি তারেক রহমান দেশে ফিরতেন, তাহলে দৃশ্যপটটা হয়তো একেবারেই ভিন্ন হতো। তখন চারদিকজুড়ে ছিলো ইউনুস বন্দনার জোয়ার। নোবেল লরিয়েট, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, সুশীলতার মোড়কে মোড়ানো ‘উদ্ধারক’ গল্প—সব মিলিয়ে তিনি হয়ে উঠেছিলেন সময়ের নায়ক। সে আবহে তারেক রহমান আসলে গৌণ চরিত্রে পরিণত হতেন—এ কথা তিনি নিজেও ভালোভাবেই জানতেন।কিন্তু রাজনীতিতে সময়ই আসল অস্ত্র।