Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১০:২৯, ৮ মে ২০২৫

আপডেট: ১০:৪৩, ৮ মে ২০২৫

দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
ফাইল ছবি

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ ব্যক্তিগত সফরের নামে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা থেকে পালিয়েছেন। বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে তিনি থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন বলে বিমানবন্দর সূত্রে নিশ্চিত হওয়া গেছে। তিনি ছিলেন ফ্যাসিস্ট হাসিনার অন্যতম দোসর এবং বিশ্বজিত খুনসহ অসংখ্য খুনের মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীর মুক্তিদাতা।

সূত্র জানায়, থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ নম্বর ফ্লাইটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশ্যে যাত্রা করেন। এর আগে রাত ১১টার দিকে তিনি বিমানবন্দরে পৌঁছান এবং নিয়মিত ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করেন।

সাবেক রাষ্ট্রপতি হিসেবে আবদুল হামিদ এক দশকেরও বেশি সময় রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন। গত বছর দেশের রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে তিনি আলোচনায় আসেন।

তবে তার বিরুদ্ধে একটি ফৌজদারি মামলার তথ্য বিভিন্ন সূত্রে পাওয়া গেছে। গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়, যাতে তার নাম উল্লেখ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করেছে।

এ বিষয়ে এখনো সরকারি পর্যায়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হয়নি।

সবার দেশ/কেএম