Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৫, ১৮ আগস্ট ২০২৫

ডাকসুতে শিবিরের প্যানেল ঘোষণা: ভিপি পদে সাদিক, জিএস ফরহাদ

ডাকসুতে শিবিরের প্যানেল ঘোষণা: ভিপি পদে সাদিক, জিএস ফরহাদ
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে পূর্ণাঙ্গ ২৮ সদস্যের প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সোমবার (১৮ আগস্ট) মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে বিশ্ববিদ্যালয়ের স্যার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নূরুল ইসলাম সাদ্দাম।

প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে মনোনীত হয়েছেন শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাবি শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম। সাধারণ সম্পাদক (জিএস) পদে রয়েছেন ঢাবি শাখার বর্তমান সভাপতি এস এম ফরহাদ। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে লড়বেন ঢাবি শাখার বর্তমান সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান।

সংবাদ সম্মেলনে নূরুল ইসলাম সাদ্দাম বলেন, “আমরা ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের প্রকৃত অধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে এই পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছি। আশা করি প্রশাসন একটি অবাধ, সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন নিশ্চিত করবে।”

প্যানেলে ব্যতিক্রম হিসেবে জায়গা পেয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে এক চোখ হারানো খান জসীম, যাকে আন্তর্জাতিক সম্পাদক পদে মনোনয়ন দেওয়া হয়েছে। একইভাবে বিজয় একাত্তর হলের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী রাইসুল ইসলাম সদস্য পদে প্রার্থী হয়েছেন। সংগঠনটির দাবি, এই অন্তর্ভুক্তি তাদের প্যানেলকে আরও বৈচিত্র্যময় ও প্রতীকী করেছে।

ঘোষিত প্যানেলের বিভিন্ন পদে রয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, কমনরুম–রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ইনকিলাব মঞ্চের ফাতিমা তাসনীম জুমা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নুরুল ইসলাম সাব্বির, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, সমাজসেবা সম্পাদক শরিফুল ইসলাম মুয়াজ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদ হোসাইন খান, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ এবং মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক সাখাওয়াত জাকারিয়া। এ ছাড়া ১৩ জন সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সংবাদ সম্মেলনে ভিপি, জিএস ও এজিএস প্রার্থীদের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নূরুল ইসলাম সাদ্দাম। অন্যান্য পদে প্রার্থীদের নাম ঘোষণা করেন সংগঠনটির ঢাবি শাখার সভাপতি এস এম ফরহাদ।

দীর্ঘদিন পর ডাকসু নির্বাচনে অংশ নিতে নিজেদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করল ছাত্রশিবির, যা নির্বাচনী অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।

সবার দেশ/এফএস 

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

নির্বাচন ও গণভোট নিয়ে বিভ্রান্তি ছড়ালে লাভ নেই: রিজওয়ানা হাসান
ট্রাম্পকে প্রকাশ্য হত্যার হুমকি, তেহরানের বার্তা ঘিরে উত্তেজনা
অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল
বাজার স্থিতিশীল করতে এলপি গ্যাস আমদানির পথে সরকার
ঢাকার তিন পয়েন্টে ফের অবরোধে সাত কলেজের শিক্ষার্থীরা
সিলেট সীমান্তে বিস্ফোরকের রহস্যজনক প্রবেশ: নাশকতার আশঙ্কা
পাঁচ ঘণ্টার স্থগিতাদেশ শেষে ইরানের আকাশসীমা পুনরায় উন্মুক্ত
জামায়াত নেতৃত্বাধীন ইসলামি জোট থেকে সরে দাঁড়াচ্ছে ইসলামী আন্দোলন
শহীদ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে স্ত্রীর ফেসবুক পোস্ট
নাজমুলের পদত্যাগে অচলাবস্থা: না খেলার সিদ্ধান্তে অনড় ক্রিকেটাররা
এনআইডির গোপন তথ্য পাচারে কোটি টাকার কারবার: দুইজন গ্রেপ্তার
বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক