সিরিয়ায় যুক্তরাজ্য-ফ্রান্সের বিমান হামলা
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) একটি ভূগর্ভস্থ অস্ত্রভাণ্ডারে যৌথ বিমান হামলা চালিয়েছে যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্স ও ফ্রান্সের বিমানবাহিনী। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গোয়েন্দা তথ্য বিশ্লেষণের ভিত্তিতে তারা নিশ্চিত হয়েছেন, ওই স্থাপনায় বিস্ফোরক ও অস্ত্র মজুত ছিলো। হামলা পালমিরার উত্তরের পাহাড়ি এলাকায় অবস্থিত লক্ষ্যবস্তুতে পরিচালিত হয়েছে।