নভোএয়ারের ফ্লাইট বন্ধ ঘোষণা

বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার শুক্রবার (২ মে) থেকে তাদের সব ফ্লাইট ‘সাময়িকভাবে’ বন্ধ রেখেছে। বিষয়টি নিশ্চিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সংস্থাটি জানিয়েছে, নভোএয়ার জানিয়েছে তারা দুই সপ্তাহের মধ্যে আবার ফ্লাইট চালু করতে চায়। তবে ফ্লাইট কবে নাগাদ চালু হবে, তা এখনো স্পষ্ট নয়।
নভোএয়ারের এক দায়িত্বশীল সূত্র জানায়, বহরে থাকা পাঁচটি এটিআর বিমান বিক্রির প্রক্রিয়ার অংশ হিসেবে ক্রেতা প্রতিষ্ঠানগুলো বিমানের ইন্সপেকশন করতে আসছে। সে ইন্সপেকশন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সাময়িকভাবে ফ্লাইট বন্ধ রাখা হয়েছে।
গত কিছুদিন ধরে যাত্রী সংকট ও আর্থিক চাপে ছিলো নভোএয়ার। এর আগেই আন্তর্জাতিক রুটে একমাত্র ফ্লাইট—ঢাকা-কলকাতা রুটটি ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে বন্ধ রয়েছে।
ফ্লাইট বন্ধ হওয়ার আগে নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর ও রাজশাহী রুটে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করতো।
আকাশপথে কমছে প্রতিযোগিতা
বিশ্লেষকরা বলছেন, নভোএয়ার সাময়িকভাবে ফ্লাইট বন্ধ করায় অভ্যন্তরীণ রুটে এয়ার অ্যাস্ট্রা, ইউএস-বাংলা ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওপর চাপ বাড়বে। একইসঙ্গে যাত্রীদের টিকিটের দাম বাড়তে পারে, যা সাধারণ ভ্রমণকারীদের ওপর প্রভাব ফেলবে।
সবার দেশ/কেএম