সব রেকর্ড ভাঙলো পাগলা মসজিদের দান
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবারও দানে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) দিনভর গণনার পর দানবাক্স ও অনলাইনে জমা হওয়া দানের পরিমাণ দাঁড়িয়েছে মোট ১১ কোটি ৯১ লাখ ২৮ হাজার ৪৮১ টাকা। এর মধ্যে সরাসরি দানবাক্স থেকে পাওয়া গেছে ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা এবং দেশ-বিদেশ থেকে অনলাইনে দান এসেছে ১২ লাখ ৭৯ হাজার ৯৪৩ টাকা।