আদানির বিদ্যুৎ কিনে লোকসান ১৪ হাজার কোটি টাকা
ভারতের আদানি গ্রুপের সাথে সম্পাদিত একতরফা বিদ্যুৎ চুক্তির খেসারত দিচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। উচ্চমূল্যের বিদ্যুৎ ও কয়লার চড়া দামের কারণে গত দুই বছরে শুধু এ একটি কেন্দ্রের বিদ্যুৎ কিনতেই পিডিবির লোকসান হয়েছে প্রায় ১৪ হাজার কোটি টাকা। এর মধ্যে গত এক বছরেই লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ৯ হাজার কোটি টাকা। পিডিবি চেয়ারম্যান রেজাউল করিম এ সংকটজনক পরিস্থিতির কথা সরকারকে আনুষ্ঠানিকভাবে অবগত করেছেন।