মাস্কের স্টারলিংক কৌশলে ‘অচল’ করে দিলো ইরান
প্রথম দেশ হিসেবে মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট কার্যত অচল করে দিয়েছে ইরান। সামরিক জ্যামার ব্যবহার করে স্যাটেলাইট যোগাযোগে ব্যাপক ব্যাঘাত ঘটানোর এ পদক্ষেপকে নজিরবিহীন ও প্রযুক্তিগতভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা। রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ এড়িয়ে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে এটি একটি নতুন ও কঠোর দৃষ্টান্ত স্থাপন করেছে।