Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:৫৭, ২ মে ২০২৫

‘ফেমডম সেশন’ কেলেঙ্কারি: স্বেচ্ছায় নির্যাতনের শিকার হন পুরুষ

বিকৃত যৌনাচার ‘ফেমডম সেশন’ নিয়ে আলোড়ন, ২ নারী গ্রেফতার

বিকৃত যৌনাচার ‘ফেমডম সেশন’ নিয়ে আলোড়ন, ২ নারী গ্রেফতার
ছবি: সংগৃহীত

ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার এক ফ্ল্যাট থেকে ‘ফেমডম সেশন’ নামের বিকৃত যৌনচর্চার সাথে জড়িত থাকার অভিযোগে দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ প্রথমবারের মতো এমন ‘মিসট্রেস’ পরিচালিত টাকার বিনিময়ে নির্যাতনমূলক যৌন সেবা প্রকাশ্যে এলো বাংলাদেশে।

‘ফেমডম সেশন’ কী?

এ চক্রের কার্যক্রম ছিলো এমন যে, পুরুষরা নিজের ইচ্ছায় নারীদের হাতে কথিত নির্যাতনের শিকার হন—বিনিময়ে গুনে দেন টাকা।  এসব সেশনকে বলা হয় ‘ফেমডম’ (Female Domination)।  নারীরা নিজেদের পরিচয় দেয় ‘মিসট্রেস’ হিসেবে।

পুরুষরা প্রতিটি সেশনের জন্য ৩ থেকে ৫ হাজার টাকা প্রদান করতেন। সেশনের সময় ভিডিও করা হতো, পরে ওই ভিডিও আবার পুরুষ গ্রাহকের কাছেই বিক্রি করা হতো ৫০০ থেকে ১ হাজার টাকায়।

গ্রেফতার ও উদ্ধার

ভাটারা থানা পুলিশের এসআই ইকবাল হোসেন জানান, গ্রেফতার দুই নারী:  

  • শিখা আক্তার (২৫)  
  • সুইটি আক্তার জারা (২৫)

তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে:

  • ‘ফেমডম সেশন’-এর ভিডিও  
  • চাবুক, বিশেষ পোশাক, হাই হিল বুট  
  • মোবাইল ফোন ও টেলিগ্রাম গ্রুপের তথ্য  

এসআই ইকবাল বলেন, এরা প্রতিদিন ২-৩টি সেশন করতেন। ছয়-সাত মাস ধরে তারা এ কাজে যুক্ত। গ্রাহকদের কারও কারও সাথে দীর্ঘমেয়াদি সম্পর্ক ছিলো।

সমাজ-মানসিকতা ও আইনপ্রয়োগ প্রশ্নের মুখে

এ ঘটনায় উন্মোচিত হয়েছে বাংলাদেশের নাগরিক সমাজে আড়ালে গড়ে ওঠা এক গোপন বিকৃত যৌন বৃত্তান্তের চিত্র, যেখানে ইচ্ছায় ‘নির্যাতনের’ বিনিময়ে দেয়া হচ্ছে টাকা।

এখন প্রশ্ন—

  • এগুলো কি আইনত যৌন সহিংসতা, নাকি প্রাপ্তবয়স্কদের সম্মতিমূলক আচরণ?  
  • ভিডিও ধারণ ও বিক্রির আইনি বৈধতা কোথায়?

পুলিশ বলছে: আরও বড় চক্র সক্রিয়

গ্রেফতার দুই নারীর জবানবন্দিতে উঠে এসেছে—এ ধরনের আরও চক্র ঢাকায় সক্রিয়।  পুলিশ বলছে, তাদের ধরতে অভিযান চলছে।

এ ঘটনা আইনশৃঙ্খলার বাইরে শুধু একটি অসামাজিক ও মনস্তাত্ত্বিক সংকেতও বটে।  বাংলাদেশের নগরজীবনের ছদ্মবেশী যৌন মনোবৃত্তি, টেলিগ্রাম-ভিত্তিক চক্র এবং স্বেচ্ছানির্যাতন-ভিত্তিক যৌনসেবা ব্যবসা—সব মিলে এক গভীর মনস্তাত্ত্বিক, সামাজিক ও প্রযুক্তিনির্ভর অপরাধচক্র।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়: