Header Advertisement

Sobar Desh | সবার দেশ দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৭, ২ মে ২০২৫

নতুন বাংলাদেশে বিজিবি-জনতা দেশরক্ষায় ঐক্য

সীমান্ত খেলায় বাংলাদেশ ২-২ ভারত

সীমান্ত খেলায় বাংলাদেশ ২-২ ভারত
দিনাজপুরের সীমান্ত থেকে বিএসএফ বাংলাদেশি দুই কৃষককে ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদে ভারতীয় দুই নাগরিককে আটক করেছেন সীমান্তের বাসিন্দারা। ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরল সীমান্তে ফের উত্তেজনা সৃষ্টি হয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে দুই কৃষককে ধরে নিয়ে গেলে, পাল্টা প্রতিক্রিয়ায় দুই ভারতীয় নাগরিককে আটক করেছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (২ মে) দুপুরে বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে ওই এলাকার কৃষক মাসুদ ও এনামুল জমিতে ধান কাটার সময় ভারতীয় বিএসএফ সদস্যরা বাংলাদেশের ভূখণ্ডে ঢুকে তাদের ধরে নিয়ে যায়।

এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত স্থানীয়রা সীমান্তপারের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার আনন্দপুর গ্রামের দুই আদিবাসী কৃষক অবিনাশ টুডু ও ফিলিপ সোরেনকে আটক করে।

বিজিবির ৪২ ব্যাটালিয়নের অধীনস্থ ধর্মজৈন বিওপির কমান্ডার রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং পতাকা বৈঠক চলছে। তিনি বলেন, আটক বাংলাদেশিদের ফিরিয়ে আনা ও আটক ভারতীয়দের হস্তান্তরের বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।

স্থানীয়রা জানান, এর আগেও এমন ঘটনা ঘটেছে। পূর্বেও বিএসএফ বাংলাদেশি কৃষকদের ধরে নিয়ে গেলে গ্রামবাসীরা পাল্টা প্রতিক্রিয়ায় ভারতীয় নাগরিকদের আটক করেছেন।

এদিকে একাধিক সীমান্তবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিবারই বিএসএফ অনুপ্রবেশ করে বাংলাদেশিদের ধরে নিয়ে যায়। কিন্তু প্রতিকার হয় না। এবার আর চুপ করে থাকা হয়নি। নিজেদের নিরাপত্তা নিজেরাই রক্ষা করতে হচ্ছে।

ঘটনার সময় সীমানা নির্ধারণ, অনুপ্রবেশের বৈধতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে বিজিবি-বিএসএফের মধ্যে দ্বিপক্ষীয় উত্তেজনা বাড়তে শুরু করেছে। সাময়িক স্থিতিশীলতা বজায় রাখতে দুই পক্ষের মধ্যে নিয়মিত যোগাযোগের ওপর জোর দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা।

সবার দেশ/কেএম