Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:২৯, ১৯ মে ২০২৫

চাপের ইঙ্গিত দিলো বাংলাদেশ ব্যাংক

রিজার্ভ নামলো ২০ বিলিয়নে, ফের বিপদে অর্থনীতি?

রিজার্ভ নামলো ২০ বিলিয়নে, ফের বিপদে অর্থনীতি?
ফাইল ছবি

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফের কমে দাঁড়িয়েছে ২৫ দশমিক ৪৪ বিলিয়ন ডলারে। সোমবার (১৯ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, ১৯ মে পর্যন্ত গ্রস রিজার্ভের পরিমাণ ২৫৪৪৪ দশমিক ৪৩ মিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) হিসাব পদ্ধতি ব্যালান্স অব পেমেন্টস ম্যানুয়াল-৬ (BPM6) অনুসারে প্রকৃত বা নিট রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২০০৭০ দশমিক ৫৯ মিলিয়ন ডলারে।

এর আগে ৭ মে পর্যন্ত গ্রস রিজার্ভ ছিলো ২৫৬৭৭ দশমিক ২৯ মিলিয়ন ডলার এবং BPM6 অনুযায়ী নিট রিজার্ভ ছিলো ২০২৯১ দশমিক ২১ মিলিয়ন ডলার।

অর্থাৎ, মাত্র ১২ দিনের ব্যবধানে গ্রস রিজার্ভ কমেছে প্রায় ২৩৩ মিলিয়ন ডলার এবং নিট রিজার্ভ কমেছে প্রায় ২২০ মিলিয়ন ডলার।

বিশেষজ্ঞরা বলছেন, আমদানি বিল পরিশোধ, ডলার বাজারে কেন্দ্রীয় ব্যাংকের সরবরাহ ও বিদেশি ঋণের কিস্তি পরিশোধের কারণে রিজার্ভে এ মন্দা দেখা যাচ্ছে।

উল্লেখযোগ্য যে, IMF-এর শর্ত পূরণে বাংলাদেশের নিট রিজার্ভ নির্দিষ্ট সীমার ওপরে রাখতে হয়। নিট রিজার্ভ নির্ধারণে গ্রস রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় ও অনুপযুক্ত সম্পদ বাদ দেয়া হয়, যা বর্তমানে সরকারের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এখনো রিজার্ভ ব্যবস্থাপনায় নতুন কোনো কৌশল বা ব্যয় সংকোচন নীতি ঘোষিত হয়নি। তবে বিশ্লেষকরা মনে করছেন, রফতানি আয় ও রেমিট্যান্স বাড়াতে না পারলে আগামী মাসগুলোতে রিজার্ভ আরও চাপে পড়তে পারে।

সবার দেশ/কেএম

সর্বশেষ