ইসলামী ব্যাংকে ২০০ কর্মী বরখাস্ত, ওএসডি ৪৯৭১
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ২০০ কর্মীকে চাকরিবিধি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ৪ হাজার ৯৭১ জন কর্মকর্তা ‘ওএসডি’ (অন সার্ভিস ডিউটি) করা হয়েছে। এসব কর্মকর্তা মূলত বিতর্কিত এস আলম গ্রুপের আমলে ব্যাংকে নিয়োগপ্রাপ্ত বলে জানা গেছে।
জানা যায়, ২০১৭ সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক দখল করে। তাদের আমলে অনেক চাকরির নিয়োগ অবৈধভাবে করা হয়েছিলো—জাল সনদ, বক্সের বায়োডাটা ও পরীক্ষা ছাড়া। এসব নিয়োগের ফলে ব্যাংকের শৃঙ্খলা ধসে পড়ে এবং গ্রাহকসেবার মান ক্ষুণ্ণ হয়।
এস আলমের আমলে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের যোগ্যতা যাচাইয়ের উদ্যোগ নিয়ে ব্যাংক ২৭ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের মাধ্যমে বিশেষ মূল্যায়ন পরীক্ষা আয়োজন করে। এতে মাত্র ৪১৪ জনই অংশগ্রহণ করেন। অংশগ্রহণ না করা প্রায় ২০০ জনকে শৃঙ্খলা ভঙ্গের কারণে বরখাস্ত করা হয়, আর ৪৯৭১ জনকে ওএসডি করা হয়।
ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিন জসিম জানান, টার্মিনেশনের ক্ষেত্রে ব্যাংক মানবিক দিক বিবেচনা করেছে এবং ওএসডি করা কর্মকর্তাদের বিষয়ে কয়েক দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
ব্যাংক জানায়, আদালতের নির্দেশ অনুযায়ী বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। এতে কোনও আইন বা আদালতের অবমাননা ঘটেনি এবং ব্যাংকের নিজস্ব এখতিয়ারে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সবার দেশ/কেএম




























