Sobar Desh | সবার দেশ নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ০০:২৮, ৮ মার্চ ২০২৫

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রী অপহরণ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রী অপহরণ
ছবি: সংগৃহীত

নাটোরের বাগাতিপাড়ায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে।

বুধবার (৫ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার কৈপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের গেট সংলগ্ন এলাকা থেকে তাকে জোরপূর্বক তুলে নেয়া হয়। ঘটনার পর স্কুলছাত্রীর নানা হাবিল উদ্দিন বাদী হয়ে ওইদিন সন্ধ্যায় বাগাতিপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, অপহৃত ছাত্রী জামনগর ইউনিয়নের মুন্সিপাড়া এলাকায় তার নানার বাড়িতে থেকে কৈপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করে। দীর্ঘদিন ধরে নাটোর সদর উপজেলার কাফুরিয়া পশ্চিম মেরির চর এলাকার নূর মোহাম্মদের ছেলে আজিজুর রহমান (১৭) প্রেমের প্রস্তাব দিয়ে তাকে উত্যক্ত করছিলো।

বুধবার (৫ মার্চ) সকালে ওই ছাত্রী প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয়। স্কুল গেটের সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা আজিজুর রহমান ও তার সহযোগীরা জোরপূর্বক তাকে সিএনজিতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও ব্যর্থ হলে থানায় অভিযোগ করেন।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, স্কুলছাত্রীর অপহরণের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য এসআই আশিস সান্যালকে দায়িত্ব দেয়া হয়েছে।

সবার দেশ/এনএন

শীর্ষ সংবাদ:

পাঁচ অস্ত্রসহ গ্রেফতার লিটন গাজী সম্পর্কে সব জানালো পুলিশ সুপার
আনসার ভিডিপি ব্যাংকের ৯ কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেফতার
লালমনিরহাটে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন
ভোলাহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা দালাল চক্রের খপ্পরে
বাংলাদেশ সীমান্তে পঁচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
সুদের টাকার জন্য নোয়াখালীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার-১
ইমরান খান বেঁচে আছেন, দেশ ছাড়তে চাপ: পিটিআই
হাসিনা-রেহানা-টিউলিপের প্লট দুর্নীতি মামলার রায় আজ
শুরু হলো বিজয়ের মাস
বিডিআর হত্যাকাণ্ডে ভারত জড়িত
খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি
স্কুল ভর্তির লটারি ১১ ডিসেম্বর
বিডিআরকে দুর্বল করে ক্ষমতা টিকিয়ে রাখাতেই পিলখানা হত্যাকাণ্ড
ছয় উপসচিবের দফতর পরিবর্তন