করলেন গরু ‘কোরবানি’
আ’লীগ নিষিদ্ধে রফিকুল মাদানীর বিরিয়ানি উৎসব

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ঘোষণাকে কেন্দ্র করে নেত্রকোণায় ব্যতিক্রমী উল্লাস—গরু জবাই করে বিরিয়ানি খাওয়ালেন হেফাজত নেতা রফিকুল ইসলাম মাদানী।
শনিবার রাতে আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ হওয়ার ঘোষণার পর রোববার (১১ মে) বিকেলেই নিজের এলাকায় গরু জবাই করে 'জিয়াফত' (বিরিয়ানি ভোজ) আয়োজন করেন আলোচিত বক্তা ও হেফাজতের কেন্দ্রীয় নেতা হাফেজ মাওলানা রফিকুল ইসলাম মাদানী।
নেত্রকোণার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা গ্রামে অবস্থিত মারকাজুল সাহাবুদ্দিন আল ইসলামি মাদ্রাসার সামনে এ আয়োজন ঘিরে সৃষ্টি হয় উৎসবের আমেজ। বিকেল ৩টায় তিনি নিজ খামারের একটি গরু জবাই করে শুরু করেন রান্নাবান্না। সন্ধ্যার পর থেকে পরিবেশন করা হয় বিরিয়ানি।
সামাজিক বার্তা, রাজনৈতিক প্রতীক
রফিকুল মাদানী বলেন, আওয়ামী লীগের নিষিদ্ধের মধ্য দিয়ে ভারতীয় দালালি ও মুসলিমবিরোধী রাজনীতির পতন হয়েছে। এ কোরবানি সে পতনের শুকরিয়া স্বরূপ।
তিনি আরও দাবি করেন, শাপলা চত্বরে মানুষ মেরে আওয়ামী লীগ উল্লাস করেছিলো। আজ মানুষ উল্লাস করছে আওয়ামী লীগের পতনে। আমি ওই শাপলা চত্বরেই শেখ হাসিনার বিচার ও ফাঁসি দেখতে চাই।
এ বক্তব্য ও কার্যক্রম ঘিরে এলাকায় উৎসবের ইমেজ লক্ষ্য করা গেছে। মাদ্রাসার শিক্ষার্থী থেকে শুরু করে আশপাশের সাধারণ মানুষও এ আয়োজনে অংশ নেয়। কেউ কেউ বলেন, যেন ঈদের দিনের আনন্দ ফিরে পেয়েছি।
সম্প্রতি দেশের অন্তর্বর্তী প্রশাসনের অধীনে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মসূচি ও সংগঠন কার্যক্রম স্থগিত করা হয়েছে। দেশজুড়ে আলোচনা-সমালোচনার মধ্যে এ সিদ্ধান্তের পর ধর্মভিত্তিক সংগঠনগুলোতে একধরনের উল্লাস ছড়িয়ে পড়েছে।
সবার দেশ/কেএম