থানায় সোপর্দ
ইবিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সায়মুম আটক

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) নিষিদ্ধ জঙ্গি ছাত্রলীগের কৃষি বিষয়ক সম্পাদক সায়মুম খানকে আটক করে থানায় তুলে দিয়েছে শিক্ষার্থীরা। সে বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র।
গতকাল সোমবার (১২মে) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে তাকে আটক করা হয়। পরে নিরাপত্তা কর্মকর্তাদের সহযোগিতায় তাকে থানায় সোপর্দ করা হয়।
জানা যায়, গত বছরের জুনে ওই ছাত্রলীগ নেতা ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের খাইরুল ইসলাম সৌরভকে বেয়াদবি করার অভিযোগে ছাদ থেকে নিচে ফেলে দেয়ার হুমকি দেয়। ছাত্রলীগের ওই নেতা মেইন গেটে আছে জেনে ভুক্তভোগী সৌরভসহ অন্যরা হাতেনাতে ধরে থানায় সোপর্দ করে।
পরে নিষিদ্ধ ছাত্রলীগের এ নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী শিক্ষার্থী।
অভিযোগপত্রে বলা হয়, অভিযুক্ত সায়মুম গত বছরের ৫ জুন সিফাত সিদ্দিকের মাধ্যমে কল দিয়ে শহীদ আনাস হলের ৪০৩ রুমে নিয়ে কথাবার্তার অজুহাতে হলের ছাদে নিয়ে যায় এবং ছাদ থেকে ফেলে দিয়ে প্রাণনাশের হুমকি দেয়। আমাকে বেপরোয়াভাবে মারধর করে সিঁড়ি দিয়ে ফেলে দিয়ে গুরুতর আঘাত করে। আঘাতপ্রাপ্ত হওয়ার পরে আমি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্র থেকে জরুরি চিকিৎসা গ্রহণ করি। আমি এ বিষয়ে অভিযোগ দায়ের করলাম ও আইনগত ব্যবস্থা গ্রহণ করতে ইচ্ছুক।
এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, বিষয়টি নিয়ে কাজ চলছে। সকালে নিষিদ্ধ সংগঠন সংশ্লিষ্ট একটি মামলায় তাকে চালান দেয়া হবে।
সবার দেশ/কেএম