Header Advertisement

Sobar Desh | সবার দেশ মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ০০:২৬, ১৫ মে ২০২৫

উত্তপ্ত মাদারীপুর

সাম্য হত্যার আসামির বাড়িতে অগ্নিসংযোগ

সাম্য হত্যার আসামির বাড়িতে অগ্নিসংযোগ
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা ও শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের জেরে মাদারীপুরের ঝাউদি ইউনিয়নে গ্রেফতার আসামি তামিম হাওলাদারের বাড়িতে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ স্থানীয় জনতা। বুধবার সন্ধ্যায় এই ঘটনায় এলাকাজুড়ে চরম উত্তেজনা সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার ব্রাহ্মন্দী এলাকার বাসিন্দা তামিম হাওলাদারের বাড়ির দুটি ঘরে আগুন ধরিয়ে দেয়া হয়। খবর পেয়ে মাদারীপুর সদর থানার পুলিশ এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

তামিম ছাড়াও গ্রেফতার হওয়া অন্য দুই আসামি হলেন— একই ইউনিয়নের কালাম সরদারের ছেলে পলাশ সরদার এবং ডাসার উপজেলার নবগ্রামের সম্রাট মল্লিক। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা জানান, গ্রেফতার তিন আসামির বাড়িই মাদারীপুর জেলায়। তবে এখন পর্যন্ত অন্য দুজনের বাড়িতে অগ্নিসংযোগ বা ভাঙচুরের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

হত্যাকাণ্ডের পেছনে কী?

মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এলাকায় ছুরিকাঘাতে নিহত হন সাম্য। তিনি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং এফ রহমান হলের আবাসিক ছাত্র ছিলেন। বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায়।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, ব্যক্তিগত বিরোধ থেকে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে সাম্যের ছাত্রদল সংশ্লিষ্টতা এবং সাম্প্রতিক রাজনৈতিক উত্তাপের প্রেক্ষাপটে এটি পূর্বপরিকল্পিত রাজনৈতিক হত্যাও হতে পারে— এমন সন্দেহ উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা।

জনতার ক্ষোভ, প্রশাসনের চ্যালেঞ্জ

ঘটনায় জনতার তীব্র ক্ষোভ প্রশাসনের জন্য নতুন চাপ তৈরি করেছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে আর অবনতি না ঘটে, সেজন্য সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। তবে প্রশ্ন উঠছে— গ্রেফতারি কার্যক্রমের আগেই কিভাবে জনতা আসামিদের বাড়ির খোঁজ পেয়ে আগুন দিলো? স্থানীয় প্রশাসনের ভূমিকা ও নিরাপত্তা ব্যবস্থাও এখন তদন্তের আওতায়।

সবার দেশ/কেএম