Header Advertisement

Sobar Desh | সবার দেশ মুনির হাসান, (গাইবান্ধা) জেলা প্রতিনিধি

প্রকাশিত: ০০:১৮, ১৫ মে ২০২৫

আপডেট: ০০:২৮, ১৫ মে ২০২৫

ওয়ার্ল্ড ভিশন সদস্যদের মাঝে সোলার প্যানেল বিতরণ

ওয়ার্ল্ড ভিশন সদস্যদের মাঝে সোলার প্যানেল বিতরণ
ছবি: সবার দেশ

গাইবান্ধার সদর উপজেলার ২নং মালিবাড়ীতে প্রান্তিক অঞ্চলের অসহায় দরিদ্র জনগোষ্ঠীকে দেশের স্বনামধন্য বেসরকারি এনজিও ভিত্তিক প্রতিষ্ঠান ওয়ার্ড ভিশন বাংলাদেশের সদস্যদের মাঝে আজ সোলার প্যানেল বিতারণ করা হয়েছে। 

সোলার প্যানেল বিতারণের সময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান সোয়েব মোঃ রাসেল, ইউপি সচিব/প্রশাসনিক কর্মকর্তা মোঃ আমিনুর ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক মোঃ জাহিদুল ইসলাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, ভোলান্টিয়ার সদস্য ও মাঠ পর্যায়ে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রম বাস্তবায়নাধীন কর্মীরা। 

অসহায় দারিদ্র পরিবার গুলোর মাঝে বিদ্যুৎ এর আলোয় আলোকিত করতে এবং রাতের অন্ধকার থেকে মুক্তির লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে পরিবেশ বান্ধব অসহায় সুবিধা বঞ্চিত পরিবার গুলোর মাঝে এ সোলার প্যানেল বিতারণ করা হয়। 

ওয়ার্ড ভিশন মুলত এ সকল কর্মকান্ডের পাশাপাশি অনেকগুলো প্রোগ্রাম হাতে নিয়ে জেলায় প্রান্তিক জনপদকে সচেতনতা ও স্বচ্ছলতা তৈরির লক্ষ্য নিয়ে কাজ শুরু করে। এ প্রতিষ্ঠানে মাঠ পর্যায়ে কর্মরত একজন কর্মকর্তা শাহ্ মোঃ মোত্তাসিম বিল্লাহ। তিনি জানান, তারা রি-গ্রিনিং প্রজেক্টের আওতায় পরিবেশ বান্ধব চুলা, গাছ লাগানো, পরিবেশ বান্ধব বাড়ী, কৃষি, মৎস ও প্রাণিসম্পদ সেক্টরের প্রতি লক্ষ্য রেখে প্রকল্প সংশ্লিষ্ট এলাকার জনসাধারনকে আরো কিভাবে সচেতনতা তৈরি করা যায়। পাশাপাশি আরও অসংখ্য মানুষকে দৃঢ়তার সাথে ও ভবিষ্যতে পরিকল্পনা অনুযায়ী নুতন প্রজন্মকে শক্তিশালী মেধাবী জাতি হিসাবে গঠন করা যায় সে প্রচেষ্টাও তারা করছেন। সেজন্য পুষ্টির চাহিদা নিশ্চিত করে পারিবারিক পুষ্টিবাগানের মত আরো দীর্ঘমেয়াদি কার্যক্রম হাতে নিয়ে প্রান্তিক অঞ্চলের মানুষকে সহযোগিতা করতে জেলায় বেসরকারি প্রতিষ্ঠান ওয়ার্ড ভিশন অনেক দিন ধরে কাজ করছে।

তারই সুত্র ধরে বুধবার (১৪ মে) সোলার প্যানেল বিতারনের মধ্যদিয়ে অনেক পরিবারকে তাদের ছেলে মেয়েদের লেখাপড়ার সুযোগ তৈরি করায় খুশি ওয়ার্ড ভিশনের সদস্যরাও। এর আগে সদস্যদের নিয়ে একটি বড় আকারে অনুষ্ঠান হয়েছিলো যেখানে প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সেখানে জেলার এরিয়া প্রোগ্রাম ম্যানেজার উত্তম দাস জানিয়েছেন ভবিষ্যতে এ প্রোগ্রামের মাধ্যমে আরও অধিক জনসংখ্যাকে যুক্ত করে ও সমাজে অনাগ্রসর পরিবার গুলোর কথা চিন্তা করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়ে অবহেলিত গাইবান্ধায় ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রম আরো সু-সংগঠিত করা হবে। 

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়: