প্রতিটি রক্তবিন্দুর বদলা নেয়া হবে: শেহবাজ শরিফ
ভারতের বিমান হামলায় নিহতদের ‘প্রতিটি রক্তবিন্দুর’ প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বুধবার (৭ মে) জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি বলেন, শত্রুরা কাপুরুষ, যারা নিরীহ মানুষকে টার্গেট করে। তবে পাকিস্তান জানে কিভাবে জবাব দিতে হয়। গত রাতে আমরা সেটা দেখিয়েছি।
শেহবাজ দাবি করেন, পাকিস্তান বিমানবাহিনী এমন কড়া জবাব দিয়েছে যে, ভারতীয় বাহিনী সহজে ঘুরে দাঁড়াতে পারবে না। তিনি জানান, ভারতের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস হয়ে গেছে, যা এখন শুধু ধোঁয়া আর ধ্বংসস্তূপ।
শেহবাজ বলেন, ভারতের হামলায় সাত বছরের এক শিশু ইরতাজা আব্বাসসহ ২৬ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন ৪৬ জন। এর জবাব তারা পাবে।
তিনি আরও বলেন, ভারত হয়তো ভেবেছিলো আমরা ভয় পেয়ে পিছু হটবো। কিন্তু তারা ভুলে গেছে—এটা সে জাতি, যারা নিজের দেশের জন্য জীবন দিতে জানে।
পাকিস্তানের সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মাত্র কয়েক ঘণ্টায় শত্রুকে নতজানু করেছে আমাদের সেনারা। আমরা গর্বিত আমাদের বাহিনীর ওপর।
সবার দেশ/কেএম




























