Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪১, ১৪ মে ২০২৫

গণমাধ্যম সাক্ষাৎকারে দুদক চেয়ারম্যান

হাসিনার করা চুক্তিতে হাসিনাকে দেশে ফেরানো সম্ভব

হাসিনার করা চুক্তিতে হাসিনাকে দেশে ফেরানো সম্ভব
ফাইল ছবি

আওয়ামী লীগ সরকারের সময় ভারতের সঙ্গে করা চুক্তির মাধ্যমেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব— এমন মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন। একইসঙ্গে তিনি জানিয়েছেন, ব্রিটিশ এমপি ও শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিককেও দেশে ফেরাতে পদক্ষেপ নেয়া হয়েছে।

বুধবার (১৪ মে) এক গণমাধ্যম সাক্ষাৎকারে দুদক চেয়ারম্যান বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক সহযোগিতা চাওয়া হচ্ছে। তিনি ভারত সরকারের হেফাজতে আছেন, আর ভারতের সঙ্গে করা একটি দ্বিপাক্ষিক চুক্তির আওতায় তাকে ফেরানো সম্ভব হবে। এ চুক্তি আওয়ামী লীগ সরকারের সময়েই সই হয়েছিলো।

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোল সহযোগিতা চাওয়া হবে

টিউলিপ সিদ্দিককে দেশে ফেরানোর প্রসঙ্গে ড. মোমেন বলেন, ব্রিটিশ পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিক আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছেন। তাকে দেশে ফিরিয়ে আনার জন্য ইন্টারপোলের সহায়তা নেয়া হবে। আমরা এরইমধ্যে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করেছি।

এর আগে গত ২৩ এপ্রিল দুদক এক বিবৃতিতে জানিয়েছিল, শেখ হাসিনা এবং টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর তদন্তে অগ্রগতি হয়েছে এবং তাদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হয়েছে।

অভ্যুত্থানের মুখে দেশত্যাগ, পরে মামলা

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট দেশজুড়ে শুরু হওয়া গণ-অসন্তোষ ও অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন তৎকালীন প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনা। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পরপরই দুর্নীতির অভিযোগে তার এবং তার পরিবারের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করে দুদক।

দুদকের করা মামলাগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে রাজউকের একটি আবাসন প্রকল্পে ১০ কাঠা করে মোট ৬০ কাঠার প্লট বরাদ্দ নেয়ার অভিযোগ। এ মামলায় শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, কন্যা সায়মা ওয়াজেদ, ভাগনি টিউলিপ সিদ্দিকসহ ২৩ জনের বিরুদ্ধে মোট ৬টি মামলা দায়ের করা হয়।

চলমান প্রক্রিয়ায় ইন্টারন্যাশনাল রিকভারি ইউনিট (আইআরইউ), পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিককে দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি নিচ্ছে দুদক।

সবার দেশ/কেএম