ময়মনসিংহে ৫ পুলিশ আহত
পুলিশকে কুপিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই
ময়মনসিংহে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করে থানায় নেয়ার পথে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন এবং হাতকড়াসহ ওই আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে তার সহযোগীরা।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল আনুমানিক ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তাদের মধ্যে একজন বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন।
পুলিশ জানায়, কয়েক দিন আগে নগরীর দিগারকান্দা এলাকায় রাসেল নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন আরিফুল ইসলাম ও তার সহযোগীরা। আহত রাসেল বর্তমানে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তের অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে উপপরিদর্শক (এসআই) ফরিদ আহমদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি পুলিশ দল দিগারকান্দা এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি আরিফুল ইসলামকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে থানায় নেয়ার সময় তার পিতা সাগর আলীর নেতৃত্বে একদল লোক লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।
একপর্যায়ে হামলাকারীরা পুলিশ সদস্যদের এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে আহত করে এবং পরিস্থিতির সুযোগ নিয়ে হাতকড়াসহ আরিফুল ইসলামকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। হামলায় একজন এএসআই ও তিন কনস্টেবলসহ মোট পাঁচ পুলিশ সদস্য আহত হন।
ঘটনার পরপরই অভিযান চালিয়ে হামলার নেতৃত্বে থাকা আসামির পিতা সাগর আলীকে আটক করেছে পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুস সাকিব বলেন, কর্তব্যরত পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনাটি অত্যন্ত গুরুতর ও উদ্বেগজনক। জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সবার দেশ/কেএম




























