বলাকা কমিউটারের ইঞ্জিন বিকল, স্থবির ঢাকা–ময়মনসিংহ রেলপথ
গাজীপুরের শ্রীপুরে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে পড়ায় শনিবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। সাতখামাইর এলাকায় ট্রেনটির ইঞ্জিন থেকে জ্বালানি তেল ও মবিল ছিটকে পড়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানান, ময়মনসিংহ থেকে ছাড়ার পর ট্রেনটি কাওরাইদ স্টেশনে স্বাভাবিক বিরতি দেয়। স্টেশন ত্যাগ করার কয়েক মিনিট পর ইঞ্জিনে বিকট আওয়াজ হয় এবং গতি দ্রুত কমে আসে। এরপর ইঞ্জিনের ভেতর থেকে তেল ও মবিল ছিটকে যাত্রীদের গায়ে পড়ে। আতঙ্কিত হয়ে অনেকেই দ্রুত ট্রেন থেকে নেমে নিরাপদ স্থানে চলে যান।
ঘটনার খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. শামীম জানান, ইঞ্জিন বিকলের পর ঢাকা–ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। বিকল্প ইঞ্জিন পাঠানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
রেল যোগাযোগ বন্ধ থাকায় আশপাশের স্টেশনগুলোতে কয়েকটি ট্রেন আটকে পড়েছে এবং যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। উদ্ধার ইঞ্জিন পৌঁছানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হতে সময় লাগতে পারে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
সবার দেশ/কেএম




























