এটিএম আজহারের ফের শুনানি বৃহস্পতিবার

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া জামায়াতে ইসলামীর নেতা এ টি এম আজহারুল ইসলামের আপিল শুনানি বৃহস্পতিবার (৮ মে) পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ।
আজ মঙ্গলবার (৬ মে) সকালে সকাল ১০টায় শুরু হওয়া শুনানি দুপুরে স্থগিত করেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ। এরপর আদালত আগামী বৃহস্পতিবার পর্যন্ত শুনানি মুলতবি রাখার সিদ্ধান্ত জানায়।
আজহারের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির সাংবাদিকদের বলেন, বিচারপতিরা উভয়পক্ষের শুনানি শুনেছেন এবং পরবর্তী শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছেন।
উল্লেখ্য, একাত্তরে রংপুর অঞ্চলে হত্যা, গণহত্যা ও ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৪ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ টি এম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন। এরপর তিনি উচ্চ আদালতে আপিল করেন।
সবার দেশ/কেএম