ভারত সিরিজ স্থগিতের গুঞ্জন, যা জানালো বিসিবি!

বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ভারতীয় জাতীয় ক্রিকেট দলের। তবে দুই দেশের বর্তমান পরিস্থিতির কারণে সে সিরিজটি স্থগিত হতে পারে বলে জানিয়েছেন ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ।
তিন ম্যাচের ওয়ানডে আর দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ভারতীয় দল বাংলাদেশে আসছে সেটা নিশ্চিত ছিলো আগেই । এবার জানা গেল আগস্টে সাদা বলের ক্রিকেটেও মাঠে নামবে এ দুই দল। তবে বর্তমানে ভারতের কাশ্মিরের পালেহগ্রামে জঙ্গি হামরা আর ভারত-পাকিস্তানের রাজনৈতিক সমস্যা তো চলছে । এমন অবস্থায় কেউ কেউ বলছেন শিগগিরই দুই দেশের মধ্যে যুদ্ধ হতে পারে যার প্রভাব পড়তে পারে বাংলাদেশেও। তাইতো এমন রাজনৈতিক পরিস্থিতির কারণে আগস্টে স্থগিত হতে পারে বলে জানিয়েছেন ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া । তবে বাংলাদেশে ক্রিকেট বোর্ড (বিসিবি) খবরটি গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছে।
এ বিষয়ে আজ বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেন, (সিরিজ স্থগিতের ব্যাপারে) আনুষ্ঠানিকভাবে আমরা এখনো কিছু জানি না। নির্ধারিত সূচি অনুযায়ী খেলা হওয়ার কথা। আমরা আশা করছি, ঠিক সময়েই সিরিজটি হবে।
সিরিজটি খেলতে আগামী ১৩ আগস্ট ঢাকায় আসার কথা ভারতীয় দলের। এ ছাড়া ১৭ আগস্ট মিরপুর শের-ই-বাংলায় প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হওয়ার কথা। ঢাকা ছাড়া চট্টগ্রামেও ম্যাচ হওয়ার কথা আছে।
সবার দেশ/কেএম