মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৫
কনিকার মুকুট জয়, নীলার আবেগঘন শুভেচ্ছা

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৫-এর মুকুট জিতেছেন কনিকা, যিনি গত আসরে ফার্স্ট রানার আপ ছিলেন। তার এ অর্জন কেবল ব্যক্তিগত সাফল্য নয়, বরং অধ্যবসায় ও আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে তরুণীদের জন্য অনুপ্রেরণা।
সাবেক মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৩-২০২৪ নীলা সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন চিঠিতে কনিকার প্রশংসা করে লিখেছেন, তোমার পথচলার অর্ধেকটা আমি পাশে ছিলাম। তুমি মুকুট ছিনিয়ে নাওনি, নিজের যোগ্যতায় অর্জন করেছো।
নীলা কনিকার কঠোর পরিশ্রম ও শক্তির প্রশংসা করে বলেন, তুমি প্রমাণ করেছো, পরিশ্রম বৃথা যায় না। তবে তিনি আয়োজনের কিছু ত্রুটি নিয়ে আক্ষেপ প্রকাশ করে বলেন, ইচ্ছা ছিলো জমকালো অনুষ্ঠানে আমি নিজে তোমার মাথায় মুকুট পরাই। সে মুহূর্ত মিস করবো। তিনি ভবিষ্যতে আরও সুসংগঠিত আয়োজন ও প্রতিযোগীদের যথাযথ সম্মানের আশাও ব্যক্ত করেন।
কনিকাকে উদ্দেশ্য করে নীলা লিখেছেন, তুমি গর্বের কারণ, আরও উজ্জ্বলভাবে জ্বলে ওঠো। কনিকাও তার সাফল্যের পেছনে সহযাত্রীদের অবদানের কথা স্মরণ করে কৃতজ্ঞতা জানিয়েছেন। এ হৃদ্যতাপূর্ণ বার্তা ও সৌজন্য বাংলাদেশের গ্ল্যামার জগতে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে।
সবার দেশ/কেএম