কাতারের আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সেই ফিরছেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া *কাতারের আমিরের দেয়া একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করেই দেশে ফিরছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন শনিবার সন্ধ্যায় গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে।
লন্ডন থেকে সরাসরি ঢাকা ফেরা
লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকাগামী এ বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের জন্য ইতিমধ্যে বিমানবন্দরে শ্লটের আবেদন করা হয়েছে। সময় চূড়ান্ত হলেই উড়াল দেবেন সাবেক এ প্রধানমন্ত্রী। ধারণা করা হচ্ছে, সোমবার (৫ মে) সকালেই তিনি ঢাকা পৌঁছাবেন।
খালেদা জিয়ার সফরসঙ্গী ও চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী জানান, এ এয়ার অ্যাম্বুলেন্সটি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পক্ষ থেকে সরবরাহ করা হয়েছে। মেডিকেল ফিটনেস ও আরাম নিশ্চিত করতে সর্বোচ্চ ব্যবস্থাসম্পন্ন এ বিমানে করেই তিনি ফিরবেন।
আগে বলা হয়েছিলো বিমান বাংলাদেশে ফেরার কথা
এর আগে লন্ডন বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিলো, বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে সিলেট হয়ে ঢাকা ফিরবেন বেগম খালেদা জিয়া। সে অনুযায়ী নেতাকর্মীরা তাকে সিলেটে স্বাগত জানানোর প্রস্তুতিও নিচ্ছিলেন। কিন্তু শেষ মুহূর্তে সে পরিকল্পনা পরিবর্তন হয়।
বিশেষ নিরাপত্তা ও চিকিৎসা সুবিধা
বিশেষ এ এয়ার অ্যাম্বুলেন্সে থাকছে খালেদা জিয়ার জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, চিকিৎসক দল এবং নিরাপত্তা ব্যবস্থা। ৭৯ বছর বয়সী এ নেত্রী বর্তমানে নানা জটিল রোগে আক্রান্ত। লন্ডনে অবস্থানকালীন সময়েও তাকে নিয়মিত চিকিৎসা নিতে হয়েছে।
ফিরেই শুরু হবে রাজনৈতিক আলোচনার চাপ
বিশ্লেষকরা মনে করছেন, খালেদা জিয়ার দেশে ফেরা শুধু একটি চিকিৎসা-ফেরত সফর নয়, বরং তা আগাম নির্বাচনের প্রেক্ষাপটে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ঘটনা হতে যাচ্ছে। দলের শীর্ষ নেতারা বলছেন, তার আগমনের সঙ্গে সঙ্গেই বিএনপির অভ্যন্তরীণ ও জাতীয় রাজনীতিতে নতুন গতি আসবে।
সবার দেশ/কেএম