Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:০৪, ৫ জুন ২০২৫

আপডেট: ০২:০৫, ৫ জুন ২০২৫

পাসের হার ৭০ শতাংশ, উত্তীর্ণ ৪ লাখ ৭৯ হাজার

১৮তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ

১৮তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ
ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে। বুধবার (৪ জুন) বিকেল ৫টা ১০ মিনিটের পর এ ফল প্রকাশ করা হয়। এতে পাসের হার ৭০ শতাংশ বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

বোর্ড সভার সিদ্ধান্তেই ফল প্রকাশ

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন এনটিআরসিএর বোর্ড সভা শেষ হওয়ার পরই ফল প্রকাশের সিদ্ধান্ত কার্যকর হয়। দুপুর থেকে রাজধানীর তেজগাঁওয়ে এনটিআরসিএ কার্যালয়ে এ বোর্ড সভা চলে। সভা শেষে বিকেল ৫টায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব (বেসরকারি মাধ্যমিক) হেলালুজ্জামান সরকার জানান, মূলত ১৮তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ নিয়েই আজকের বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ওইদিন বিকেলেই ফল প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়।

আবেদন ও পরীক্ষার পরিসংখ্যান

১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ২০২৩ সালের ২ নভেম্বর। এবার রেকর্ডসংখ্যক প্রায় ১৯ লাখ প্রার্থী আবেদন করেন, যা এনটিআরসিএ ইতিহাসে সর্বোচ্চ।

২০২৪ সালের ১৫ মার্চ অনুষ্ঠিত হয় প্রিলিমিনারি পরীক্ষা। এরপর একই বছরের ১৪ অক্টোবর প্রকাশিত হয় লিখিত পরীক্ষার ফলাফল, যেখানে ৮৩ হাজার ৮৬৫ জন উত্তীর্ণ হন—পাসের হার ছিল মাত্র ২৪ শতাংশ। তখনই জানানো হয়, লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে সর্বোচ্চ যোগ্যদের বাছাই করেই চূড়ান্ত ফল প্রস্তুত করা হবে।

স্তরভিত্তিক ফলাফলের চিত্র

এনটিআরসিএ সূত্রে জানা গেছে, চূড়ান্তভাবে মোট ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। তাদের মধ্যে—

  • স্কুল-২ পর্যায়ে: ২৯,৫১৬ জন
  • স্কুল পর্যায়ে: ২,২১,৬৫২ জন
  • কলেজ পর্যায়ে: ২,২৮,৮১৩ জন

ফলাফল দেখার পদ্ধতি

প্রার্থীরা এনটিআরসিএর অফিসিয়াল ওয়েবসাইট [http://ntrca.gov.bd](http://ntrca.gov.bd) অথবা [http://ntrca.teletalk.com.bd](http://ntrca.teletalk.com.bd) – এর যে কোনও একটি লিংকে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে লগইন করলেই চূড়ান্ত ফলাফল দেখতে পারবেন।

পরবর্তী ধাপ: নিয়োগ সুপারিশ

চূড়ান্ত ফল প্রকাশের মাধ্যমে এখন শুরু হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপ—নিয়োগ প্রক্রিয়া। এনটিআরসিএ সূত্রে জানা গেছে, দেশের বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শূন্যপদ চিহ্নিতকরণ ও যাচাই-বাছাইয়ের কাজ চলছে।

শিগগিরই এসব শূন্যপদে প্রার্থীদের নিয়োগের জন্য সুপারিশ করা হবে। যাচাই-বাছাই শেষে নিয়োগ কার্যক্রম শুরু হবে যথাযথ সরকারি বিধি ও নিয়ম অনুসরণ করে।

এনটিআরসিএ: যোগ্য শিক্ষক নিশ্চিতকরণের প্রতিষ্ঠান

উল্লেখ্য, ২০০৫ সাল থেকে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে গঠিত এনটিআরসিএ দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্য শিক্ষক নিয়োগের লক্ষ্যে কাজ করছে। প্রতিষ্ঠানটি প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিবন্ধন কার্যক্রম পরিচালনা করে থাকে এবং নিবন্ধনের মাধ্যমে প্রার্থীদের ‘যোগ্য শিক্ষক’ হিসেবে প্রত্যয়ন দেয়।

১৮তম নিবন্ধন পরীক্ষার মাধ্যমে শিক্ষক হওয়ার স্বপ্নপূরণ হলো লাখো তরুণ-তরুণীর। যদিও সামনে অপেক্ষা করছে নিয়োগ প্রক্রিয়ার চূড়ান্ত বাস্তবায়ন। সময়মতো নিয়োগ কার্যক্রম সম্পন্ন হলে দেশের শিক্ষাক্ষেত্রে নতুন প্রাণ সঞ্চার হবে বলেই আশা করছেন সংশ্লিষ্টরা।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

পাঁচ অস্ত্রসহ গ্রেফতার লিটন গাজী সম্পর্কে সব জানালো পুলিশ সুপার
আনসার ভিডিপি ব্যাংকের ৯ কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেফতার
লালমনিরহাটে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন
ভোলাহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা দালাল চক্রের খপ্পরে
বাংলাদেশ সীমান্তে পঁচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
সুদের টাকার জন্য নোয়াখালীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার-১
ইমরান খান বেঁচে আছেন, দেশ ছাড়তে চাপ: পিটিআই
হাসিনা-রেহানা-টিউলিপের প্লট দুর্নীতি মামলার রায় আজ
শুরু হলো বিজয়ের মাস
বিডিআর হত্যাকাণ্ডে ভারত জড়িত
খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি
স্কুল ভর্তির লটারি ১১ ডিসেম্বর
বিডিআরকে দুর্বল করে ক্ষমতা টিকিয়ে রাখাতেই পিলখানা হত্যাকাণ্ড
ছয় উপসচিবের দফতর পরিবর্তন