আকাশমনি ও ইউক্যালিপটাস গাছ রোপণ-বিক্রি নিষিদ্ধ

সরকার ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রি নিষিদ্ধ করেছে। পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন- ১ অধিশাখা থেকে এক প্রজ্ঞাপনে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
সরকারি নির্দেশনায় বলা হয়েছে, সরকারি, বেসরকারি সংস্থা ও ব্যক্তি পর্যায়ের বৃক্ষরোপণ কর্মসূচিতে এখন থেকে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের পরিবর্তে দেশীয় প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করতে হবে।
বিশেষজ্ঞদের মতে, ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ মাটি থেকে অতিরিক্ত পানি শোষণ করে, যার ফলে মাটির আর্দ্রতা কমে যায় এবং উর্বরতা নষ্ট হয়। এ গাছের পাতা থেকে নিঃসৃত টক্সিন মাটিকে বিষাক্ত করে তোলে। ফলে আশপাশে অন্য গাছ জন্মাতে পারে না। এ গাছ পাখি ও পোকামাকড়ের জন্যও অনুপযোগী। এতে করে স্থানীয় জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে।
পরিবেশ রক্ষায় দেশীয় গাছের প্রতি উৎসাহিত হওয়ার আহ্বান জানিয়েছে সরকার।
সবার দেশ/কেএম