আইফোন ১৭ বাজারে এলেও বিক্রির শীর্ষে রয়ে গেছে আইফোন ১৬
বেশ কিছু নতুন ও আকর্ষণীয় ফিচার নিয়ে অ্যাপল আইফোন ১৭ সিরিজ বাজারে উন্মোচন করলেও বিশ্ববাজারে বিক্রির দৌড়ে এখনো এগিয়ে রয়েছে আগের বছরের মডেল আইফোন ১৬। বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে বিশ্বের সর্বাধিক বিক্রি হওয়া স্মার্টফোন ছিল আইফোন ১৬, যা এককভাবে বৈশ্বিক বাজারে প্রায় ৪ শতাংশ শেয়ার দখল করেছে।
আইফোন ১৬, ১৬ প্রো, ১৬ প্রো ম্যাক্স ও ১৬ই—এই চারটি মডেলসহ অ্যাপলের মোট পাঁচটি ডিভাইস শীর্ষ ১০–এ রয়েছে। নতুন আইফোন ১৭ প্রো ম্যাক্স তালিকায় প্রবেশ করলেও প্রান্তিকের শেষ দিকে সীমিত প্রাপ্যতার কারণে বিক্রি কম ছিল। ফলে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সত্ত্বেও নতুন মডেলের তুলনায় অপেক্ষাকৃত সাশ্রয়ী আইফোন ১৬–কেই বেশি গুরুত্ব দিচ্ছেন গ্রাহকেরা। এ প্রবণতার পেছনে রয়েছে কয়েকটি সুস্পষ্ট কারণ।
এ১৮ চিপের উৎকৃষ্ট পারফরম্যান্স
আইফোন ১৬–এ ব্যবহৃত এ১৮ চিপ এখনো বাজারের দ্রুততম ও সর্বাধিক দক্ষ প্রসেসরগুলোর অন্যতম। দৈনন্দিন কাজ, ভারী অ্যাপ ব্যবহারে কিংবা দীর্ঘ সময় গেম খেলার ক্ষেত্রেও এ ডিভাইস স্থিতিশীল পারফরম্যান্স বজায় রাখে। তাপমাত্রা নিয়ন্ত্রণেও এ১৮ চিপ কার্যকর ভূমিকা রাখে। যদিও আইফোন ১৭ সিরিজে নতুন এ১৯ চিপ যুক্ত হয়েছে, ব্যবহারকারীদের একটি বড় অংশ মনে করছেন—এ উন্নতি এখনই ডিভাইস আপগ্রেড করার মতো তাৎপর্যপূর্ণ নয়। বেঞ্চমার্কেও এ১৮ এখনো শীর্ষ একক–কোর পারফরম্যান্স ধরে রেখেছে।
নকশায় পরিবর্তন কম, তবু প্রিমিয়াম অনুভূতি
আইফোন ১৬ আসে অনুভূমিক ডুয়াল ক্যামেরা নকশায়, যা বেশ সাড়া পায়। রঙের পরিবর্তন ছাড়া আইফোন ১৭–এ উল্লেখযোগ্য ডিজাইন–হালনাগাদ দেখা যায়নি। অ্যালুমিনিয়াম ফ্রেম, সিরামিক শিল্ড এবং হালকা ওজনসহ আইফোন ১৬ এখনো প্রিমিয়াম অভিজ্ঞতা দেয়। নন–প্রো মডেলে অ্যাকশন বাটন যুক্ত হওয়াও ব্যবহারকারীদের কাছে অতিরিক্ত সুবিধা হিসেবে বিবেচিত হয়েছে। নকশাগত বড় কোনো পরিবর্তন না থাকায় অনেক ক্রেতার কাছে আইফোন ১৬–ই আরও যৌক্তিক বিকল্প বলে মনে হচ্ছে।
ক্যামেরা পারফরম্যান্স এখনো প্রতিযোগিতায় শীর্ষে
৪৮ মেগাপিক্সেলের মূল সেন্সর ও ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্সসহ আইফোন ১৬–এর ক্যামেরা এখনো শক্ত অবস্থানে রয়েছে। দিনের আলোকচিত্র, রঙের নির্ভুলতা, ডায়নামিক রেঞ্জ এবং আলট্রা ওয়াইড লেন্সের পারফরম্যান্স—সব ক্ষেত্রেই এটি প্রশংসিত। রাতের ছবি ও ভিডিওর মানও ব্যবহারকারীদের সন্তুষ্ট করছে।
আইফোন ১৭ আসায় কমেছে আইফোন ১৬–এর দাম
প্রতি বছর নতুন সিরিজ উন্মোচনের পর পুরোনো মডেলের দাম কমে। তবে এবার সেই মূল্যহ্রাস গ্রাহকদের মধ্যে আরও বেশি আগ্রহ সৃষ্টি করেছে। আইফোন ১৭ বাজারে আসার সঙ্গে সঙ্গেই আইফোন ১৬–এর মূল্য হ্রাস পায়, ফলে বিভিন্ন বিক্রেতা ও অনলাইন প্ল্যাটফর্মে তুলনামূলক কম দামে ডিভাইসটি পাওয়া যাচ্ছে।
ছাড়, প্রচার ও ব্যাংক অফারে বাড়ছে বিক্রি
আইফোন ১৬–এর সাফল্যের অন্যতম কারণ সারা বছরজুড়ে চলা বিভিন্ন ছাড় ও প্রমোশন। উৎসব মৌসুম, ফ্ল্যাশ সেল, এক্সচেঞ্জ বোনাস কিংবা ব্যাংকের বিশেষ অফার—সব মিলিয়ে আইফোন ১৬ বহুবার সবচেয়ে সাশ্রয়ী ফ্ল্যাগশিপ ডিভাইসে পরিণত হয়েছে।
সূত্র: ইন্ডিয়া টুডে
সবার দেশ/এফএস




























