Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:২৭, ২৪ জানুয়ারি ২০২৫

বৈশ্বিক দুর্যোগের ক্ষেত্রে আশ্রয় নিবেন ধনকুবেররা 

যুক্তরাষ্ট্রে হচ্ছে ‘এআই-সজ্জিত বাঙ্কার’

যুক্তরাষ্ট্রে হচ্ছে ‘এআই-সজ্জিত বাঙ্কার’
ছবি: সংগৃহীত

এআই-চালিত ইনডোর ব্যবস্থা ও সুইমিং পুলসহ একটি বিলাসবহুল বাঙ্কার তৈরি করা হচ্ছে যুক্তরাষ্ট্রে। আগামী বছর শুরু হতে যাওয়া মাল্টিমিলিয়ন ডলারের এ প্রকল্পটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে বিশ্বের অতি ধনীদের আশ্রয় দেয়া যায়।

যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি স্ট্র্যাটেজিক্যালি আর্মার্ড অ্যান্ড ফর্টিফাইড এনভায়রনমেন্টস এ মাসের শুরুতে ওয়াশিংটনের ঠিক বাইরে ভার্জিনিয়ায় ৩০০ মিলিয়ন ডলারের একটি দুর্গ নির্মাণের পরিকল্পনা উন্মোচন করেছে।

'এরি' নামের এ প্রকল্পটি ২০২৬ সালে চালু হবে। বৈশ্বিক দুর্যোগের ক্ষেত্রে সেখানে ৬২৫ জন ধনী ব্যক্তিকে আশ্রয় দেয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিলাসবহুল ইনডোর সুইমিং পুল ছাড়াও একটি বোলিং অ্যালি, একটি আরোহণ প্রাচীর এবং গুরমেট ডাইনিং সমন্বিত ভূগর্ভস্থ বাঙ্কারটি ক্লায়েন্টদের বেঁচে থাকার জন্য নিরাপত্তা দেবে। এটি হবে একটি রিসোর্টের অনুরূপ। অতিথিদের জন্য এআই প্রযুক্তির উন্নত মেডিকেল সেন্টারসহ বিলাসবহুল সুযোগ-সুবিধার কম্বো থাকবে।

সেখানে প্রবেশ ফি হিসেবে জনপ্রতি ২০ মিলিয়ন ডলার খরচ করতে হবে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। আরটির প্রতিবেদন বলছে, মেম্বারস ক্লাব ও ছাদের একটি পেন্টহাউস ছাড়া সেখানকার সবকিছুই মাটির নিচে অবস্থিত। বাঙ্কারটিতে ইন্টারেক্টিভ দেয়াল, সিলিং এবং বিশেষ আলোর ব্যবস্থা থাকবে সেখানে।

অতিরিক্তভাবে রক্ত সঞ্চালন এবং মানসিক সুস্থতার উন্নতির লক্ষ্যে একটি বরফ নিমজ্জন কক্ষ, পাশাপাশি প্রয়োজনীয় পুষ্টি সরবরাহের জন্য একটি আইভি থেরাপি রুমও থাকবে।

বিশ্বের অতি-ধনীদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করার সঙ্গে সঙ্গে ৫০টি মার্কিন রাজ্যে আবাসিক বাঙ্কার সম্প্রসারণ ও নির্মাণের পরিকল্পনাও রয়েছে নির্মাতা প্রতিষ্ঠানের।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পাঁচ অস্ত্রসহ গ্রেফতার লিটন গাজী সম্পর্কে সব জানালো পুলিশ সুপার
আনসার ভিডিপি ব্যাংকের ৯ কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেফতার
লালমনিরহাটে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন
ভোলাহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা দালাল চক্রের খপ্পরে
বাংলাদেশ সীমান্তে পঁচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
সুদের টাকার জন্য নোয়াখালীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার-১
ইমরান খান বেঁচে আছেন, দেশ ছাড়তে চাপ: পিটিআই
হাসিনা-রেহানা-টিউলিপের প্লট দুর্নীতি মামলার রায় আজ
শুরু হলো বিজয়ের মাস
বিডিআর হত্যাকাণ্ডে ভারত জড়িত
খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি
স্কুল ভর্তির লটারি ১১ ডিসেম্বর
বিডিআরকে দুর্বল করে ক্ষমতা টিকিয়ে রাখাতেই পিলখানা হত্যাকাণ্ড
ছয় উপসচিবের দফতর পরিবর্তন