Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩১, ৮ জুন ২০২৫

ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ ট্রাম্পের

অভিবাসী পাকড়াও, উত্তাল লস অ্যাঞ্জেলেস

অভিবাসী পাকড়াও, উত্তাল লস অ্যাঞ্জেলেস
ছবি: সংগৃহীত

টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই হাজার ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। বার্তাসংস্থা রয়টার্স ও বিবিসি অনলাইনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নথিপত্রবিহীন অভিবাসীদের ধরতে গত শুক্রবার থেকে যুক্তরাষ্ট্রজুড়ে অভিযান শুরু করেছে ট্রাম্প প্রশাসন। এ অভিযান ঘিরে লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভের সূত্রপাত হয়। ধীরে ধীরে সেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে সংঘর্ষে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রেক্ষিতে এখন সেনা মোতায়েন করা হচ্ছে।

হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, রাজ্যে অনাচার ও সহিংসতা বেড়ে যাওয়ায় এই পদক্ষেপ নেয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দিয়েছেন।

তবে ট্রাম্প প্রশাসনের এ সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। এক্স (সাবেক টুইটার)-এ দেয়া এক বার্তায় ডেমোক্রেট দলের এ নেতা বলেন, প্রেসিডেন্টের এ পদক্ষেপ উদ্দেশ্যপ্রণোদিতভাবে উসকানিমূলক। এতে উত্তেজনা আরও বাড়বে এবং শান্তিপূর্ণ সমাধানের পথ রুদ্ধ হবে।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, লস অ্যাঞ্জেলেস শহরের দক্ষিণাঞ্চলে শনিবার বিক্ষোভ চলাকালে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে ফেডারেল এজেন্টরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এজেন্টরা টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

এর আগে শুক্রবার রাতেও শহরের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটে। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) সদস্যরা যখন অবৈধ অভিবাসীদের গ্রেফতার অভিযানে নামে, তখন বিক্ষোভকারীরা বাধা দেয়। এ সময়ও দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ হয়।

আইসিই জানিয়েছে, চলতি সপ্তাহে লস অ্যাঞ্জেলেসে ১১৮ জন অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। শুধু শুক্রবার রাতেই ৪৪ জনকে আটক করা হয়। এর প্রতিবাদে শনিবার ফেডারেল ডিটেনশন সেন্টারের সামনে জড়ো হন বিক্ষোভকারীরা। তারা ‘মুক্তি দাও, মুক্তি দাও’ স্লোগান দেন।

হোয়াইট হাউস থেকে আরও বলা হয়েছে, সাম্প্রতিক সহিংসতায় আইসিই কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যদের ওপর সরাসরি হামলা চালানো হয়েছে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে এ অভিযান অত্যাবশ্যকীয়। কিন্তু ডেমোক্র্যাট নেতারা রাজ্যবাসীর সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন। এ কারণেই প্রেসিডেন্ট ন্যাশনাল গার্ড মোতায়েনের স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন।

লস অ্যাঞ্জেলেসে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। শান্তিপূর্ণ উপায়ে সংকটের সমাধানে আলোচনা চলছে বলে জানিয়েছেন সিটি কাউন্সিলের সদস্যরা। তবে মাঠপর্যায়ে পরিস্থিতি যে কোন সময় আরও জটিল আকার নিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পাঁচ অস্ত্রসহ গ্রেফতার লিটন গাজী সম্পর্কে সব জানালো পুলিশ সুপার
আনসার ভিডিপি ব্যাংকের ৯ কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেফতার
লালমনিরহাটে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন
ভোলাহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা দালাল চক্রের খপ্পরে
বাংলাদেশ সীমান্তে পঁচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
সুদের টাকার জন্য নোয়াখালীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার-১
ইমরান খান বেঁচে আছেন, দেশ ছাড়তে চাপ: পিটিআই
হাসিনা-রেহানা-টিউলিপের প্লট দুর্নীতি মামলার রায় আজ
শুরু হলো বিজয়ের মাস
বিডিআর হত্যাকাণ্ডে ভারত জড়িত
খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি
স্কুল ভর্তির লটারি ১১ ডিসেম্বর
বিডিআরকে দুর্বল করে ক্ষমতা টিকিয়ে রাখাতেই পিলখানা হত্যাকাণ্ড
ছয় উপসচিবের দফতর পরিবর্তন