Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২:৫৪, ১২ জুলাই ২০২৫

ইরানকে আরও শক্তিশালী হামলার হুঁশিয়ারি ইসরায়েলের

ইরানকে আরও শক্তিশালী হামলার হুঁশিয়ারি ইসরায়েলের
ছবি: সংগৃহীত

ইরানকে লক্ষ্য করে আরও জোরালো হামলার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, তেহরানের দিক থেকে হুমকি আসলে এবার আরও শক্তি নিয়ে পাল্টা হামলা চালানো হবে।

বৃহস্পতিবার (১০ জুলাই) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি বিমানবাহিনীর এক অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী বলেন, তেহরান যদি ইসরায়েলকে হুমকি দেয় বা ক্ষতির চেষ্টা করে, তাহলে ইসরায়েলের দীর্ঘ হাত পৌঁছাবে—তেহরান, তাবরিজ কিংবা ইসফাহানের মতো যেকোনো জায়গায়। আমরা যদি আবার ফিরে আসতে বাধ্য হই, তাহলে আগের চেয়ে আরও শক্তি নিয়ে ফিরে আসব।

এদিকে ইসরায়েলের সরকারি এক নথি অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইসরায়েলি যুদ্ধবিমান ও হেলিকপ্টারের জন্য নতুন সামরিক অবকাঠামো নির্মাণ করছে। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, এই প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ২৫ কোটি মার্কিন ডলারের বেশি। ভবিষ্যতে এ ব্যয় ১০০ কোটির ঘর ছাড়াতে পারে। ইরান-ইসরায়েল সাম্প্রতিক উত্তেজনার কারণে কিছুটা বিলম্বে শুরু হলেও এ কার্যক্রম অনেক আগেই পরিকল্পনায় ছিল।

পুরো অবকাঠামো নির্মাণ তত্ত্বাবধান করছে মার্কিন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর। তাদের তত্ত্বাবধানে ইসরায়েলি সামরিক ঘাঁটিতে গোলাবারুদের গুদাম, যুদ্ধবিমান ও হেলিকপ্টারের রিফুয়েলিং সুবিধাসহ একাধিক স্থাপনা নির্মাণ চলছে।

উল্লেখ্য, গত ১৩ জুন ইরানের অভ্যন্তরে একটি হামলা চালায় ইসরায়েল, যাতে ইরানের বেশ কয়েকজন বিজ্ঞানী, সামরিক কমান্ডার ও সাধারণ নাগরিক নিহত হন। এ হামলার প্রতিক্রিয়ায় ইরানও পাল্টা হামলা চালায়। পরে ২৩ জুন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে দাবি করেন, ইরান ও ইসরায়েল একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

ট্রাম্প জানান, প্রাথমিকভাবে এই যুদ্ধবিরতি ১২ ঘণ্টার জন্য কার্যকর থাকবে। প্রথমে ইরান যুদ্ধবিরতি শুরু করবে এবং ১২ ঘণ্টা পর ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এতে অংশ নেবে। এরপর ২৪ ঘণ্টা শেষে এই ‘১২ দিনের যুদ্ধ’ বিশ্বব্যাপী সমাপ্ত বলে বিবেচিত হবে।

যুদ্ধবিরতির সময় দুই পক্ষকেই শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণ আচরণ বজায় রাখার আহ্বান জানিয়ে ট্রাম্প বলেন, আমরা আশাবাদী, সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলবে—এবং তা হবেই। এ সাহস, ধৈর্য ও কৌশলের জন্য আমি ইরান ও ইসরায়েল—উভয় পক্ষকে অভিনন্দন জানাই।

যুদ্ধ দীর্ঘায়িত হলে তা পুরো মধ্যপ্রাচ্যকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারত বলেও সতর্ক করেন ট্রাম্প। তিনি লেখেন, “এই যুদ্ধ বহু বছর ধরে চলতে পারত, কিন্তু তা হয়নি এবং কখনোই হবে না।”

পোস্টের শেষে ট্রাম্প বলেন, গড ব্লেস ইসরায়েল, গড ব্লেস ইরান, গড ব্লেস দ্য মিডল ইস্ট, গড ব্লেস দ্য ইউনাইটেড স্টেটস অব আমেরিকা এবং গড ব্লেস দ্য ওয়ার্ল্ড!

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

সোনারগাঁয়ে ছিনতাইকারীদের সিএনজিতে জনতার আগুন
ইরানবিরোধী হামলায় সৌদি আকাশসীমা নয়: যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা রিয়াদের
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি
বিমান পরিচালনা পর্ষদে সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি
একুশে বইমেলা-২০২৬ শুরু ২০ ফেব্রুয়ারি
পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২ বছরের মুনাফা পাবেন না
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত
দীর্ঘ বিরতির পর কুমিল্লায় তারেক রহমান
সোনার ভরি ছাড়ালো ২ লাখ ৩৪ হাজার টাকা
নাটোরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাগাতিপাড়ার সামসুন্নাহার ও তৌহিদুল হক
ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষকের পলায়ন, মাদরাসায় অগ্নিসংযোগ
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
মিথ্যা ঘোষণায় আমদানি করা ভারতীয় ইলিশের চালান আটক
ইরান বিক্ষোভ দমনে সফল, সরকারপন্থিদের দখলে রাজপথ
রংপুরে বিষাক্ত মদপানে মৃত্যু মিছিল, সংখ্যা বেড়ে ৮
চেম্বার আদালতেও হতাশ হাসনাতের আসনের বিএনপি প্রার্থী মুন্সী
বিএনপি নেতা সাজু বহিষ্কার
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের সাক্ষাৎ
আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দির মুক্তি
ইরানে হস্তক্ষেপ হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবেন খামেনি