Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:৪৯, ৮ সেপ্টেম্বর ২০২৫

গাজা সিটিতে সামরিক অভিযান আরও জোরদার করা হবে: নেতানিয়াহু

গাজা সিটিতে সামরিক অভিযান আরও জোরদার করা হবে: নেতানিয়াহু
ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রবিবার ঘোষণা করেছেন, গাজা সিটির ভেতরে ও আশপাশে সামরিক অভিযান আরও জোরদার করা হচ্ছে, যাতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের ওপর চাপ বৃদ্ধি পায়।

গত সপ্তাহে ইসরায়েলি বিমান হামলায় গাজার দুটি বহুতল ভবন ধ্বংস হয়েছে। সেনারা এ অঞ্চল দখলের লক্ষ্য নিয়ে অভিযান তীব্র করছে। মন্ত্রিসভার বৈঠকের শুরুতে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু বলেন, আমরা গাজা সিটির পার্শ্ববর্তী এলাকা ও শহরের ভেতরে অভিযান আরও জোরদার করছি। সন্ত্রাসী অবকাঠামো ও শনাক্তকৃত সন্ত্রাসী টাওয়ারগুলো ধ্বংস করা হচ্ছে।

ইসরায়েলি সেনারা দাবি করেছে, ধ্বংস হওয়া ভবনগুলো হামাস ইসরায়েলি বাহিনী পর্যবেক্ষণের কাজে ব্যবহার করছিল। তবে হামাস এ অভিযোগ অস্বীকার করেছে।

এই হামলার ফলে গাজার মানবিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। যদিও নেতানিয়াহু জানিয়েছেন, সাধারণ মানুষের নিরাপত্তার জন্য “আরও একটি মানবিক অঞ্চল” তৈরি করা হয়েছে। শনিবার গাজা সিটির পশ্চিমাঞ্চলে হাজারো লিফলেট ছুড়েছে ইসরায়েলি বিমান, যাতে বাসিন্দাদের এলাকা ছাড়ার আহ্বান জানানো হয়েছে।

নেতানিয়াহুর দাবি, প্রায় এক লাখ মানুষ ইতিমধ্যে গাজা সিটি ত্যাগ করেছে। তবে তিনি হামাসের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, তারা সাধারণ মানুষকে বাধ্য করছে থেকে যেতে এবং মানবঢাল হিসেবে ব্যবহার করছে।

অন্যদিকে গাজার বাসিন্দাদের অনেকে এলাকা ছাড়তে রাজি নন। মুস্তাফা আল-জামাল নামের এক বাসিন্দা এএফপিকে জানান, দক্ষিণের তথাকথিত নিরাপদ এলাকাও বারবার বোমা হামলার শিকার হয়েছে। তিনি প্রশ্ন করেন, আমরা কোথায় যাব? আমাদের কাছে অর্থ নেই, তাঁবু নেই, ঘর নেই, খাবার নেই।

এদিকে, ইসরায়েলি সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে শনিবার দেশটিতে বিক্ষোভ হয়েছে। প্রতিবাদকারীরা গাজা সিটি দখল পরিকল্পনা বাতিলের দাবি জানিয়েছে। তাদের আশঙ্কা, এ পদক্ষেপে জিম্মিদের জীবনের ঝুঁকি বাড়বে।

সবার দেশ/এফএস 

সর্বশেষ