ক্ষুধার্ত গাজা আহতদের রক্তদানেও অক্ষম
ইসরাইলের অবিরাম হামলায় গাজা ভূখণ্ড ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। খাদ্য, পানি ও জ্বালানির অভাবে ক্ষুধা ও অপুষ্টিতে ভুগছে গাজাবাসী। এক মাসেরও বেশি সময় ধরে ইসরাইলের সম্পূর্ণ অবরোধের কারণে খাদ্য সরবরাহ বন্ধ, বেকারি বন্ধ, এবং বাজার ফাঁকা। এ অবস্থায় গাজার বাসিন্দারা শারীরিকভাবে ভেঙে পড়েছেন। তীব্র অপুষ্টির কারণে তাদের শরীরে রক্তের মাত্রা কমে গেছে, ফলে আহতদের জন্য রক্তদান করতেও অক্ষম তারা।