Header Advertisement

Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:১০, ৮ জানুয়ারি ২০২৫

আপডেট: ১১:১১, ৮ জানুয়ারি ২০২৫

শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত

শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত
ফাইল ছবি

ভারতে পলাতক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ সম্প্রতি ভারতে বাড়ানো হয়েছে, এমন খবর এসেছে। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করে ভারতে চলে আসেন, এবং তার ভিসার মেয়াদ সম্প্রতি বাড়ানো হয়। তবে, কখন তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে, তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। 

ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) এ প্রক্রিয়ায় যুক্ত ছিল। যদিও তার রাজনৈতিক আশ্রয় দেওয়ার বিষয়টি নিয়ে গুঞ্জন রয়েছে, তা অস্বীকার করা হয়েছে, কারণ ভারতে শরণার্থী বা রাজনৈতিক আশ্রয় দেয়ার জন্য কোনো সুনির্দিষ্ট আইন নেই। 

এদিকে, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে গুম ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ৬ জানুয়ারি দ্বিতীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে তাকে এবং তার সহযোগী ১২ জনকে আদালতে হাজির হতে বলা হয়েছে।

এছাড়া, বাংলাদেশ সেনাবাহিনীর বরখাস্ত মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমান জানান, পিলখানায় ২০০৯ সালের বিজিবি হত্যাকাণ্ডের তদন্তের অংশ হিসেবে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তারা ভারতে যেতে চান। 

এমন পরিস্থিতিতে, বাংলাদেশের সরকার শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য ভারতের ওপর চাপ সৃষ্টি করার উদ্যোগ নিচ্ছে, যার ফলে এটি আন্তর্জাতিকভাবে একটি আলোচিত বিষয় হয়ে উঠেছে।

সবার দেশ/কেএম