Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:৩২, ১৬ নভেম্বর ২০২৫

আফ্রিকায় মারবার্গ ভাইরাসের প্রাদুর্ভাব, ইথিওপিয়ায় আক্রান্ত ৯

আফ্রিকায় মারবার্গ ভাইরাসের প্রাদুর্ভাব, ইথিওপিয়ায় আক্রান্ত ৯
ছবি: সংগৃহীত

ইথিওপিয়া দক্ষিণাঞ্চলে মারবার্গ ভাইরাসের প্রথম প্রাদুর্ভাব ঘোষণা করেছে। এখন পর্যন্ত দেশটিতে ৯ জন আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় ইথিওপিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থাগুলো দ্রুত ও স্বচ্ছভাবে কাজ করছে।

ডব্লিউএইচও মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়েসুস শুক্রবার এক পোস্টে বলেন, ‘এই দ্রুত পদক্ষেপ ইথিওপিয়ার প্রাদুর্ভাব রোধে দৃঢ় প্রতিশ্রুতির প্রমাণ।’ এর আগের দিন সংস্থাটি জানায়, ইথিওপিয়ার কর্তৃপক্ষ অজানা ‘ভাইরাল হেমোরেজিক জ্বর’-এর সন্দেহজনক কেস শনাক্ত করে তদন্ত শুরু করেছে।

মারবার্গ ভাইরাস কী?

মারবার্গ ভাইরাস ইবোলার মতো একই ফাইলোভিরিডি পরিবারের সদস্য এবং কিছু ক্ষেত্রে আরও প্রাণঘাতী হতে পারে। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) একে ‘দুর্লভ কিন্তু অত্যন্ত গুরুতর’ রোগ হিসেবে বর্ণনা করেছে। ভাইরাসটি মূলত মিসরের ফলখেকো বাদুড় থেকে মানুষের শরীরে আসে। আক্রান্ত ব্যক্তির দেহের তরল বা তাতে দূষিত বস্তু, যেমন কাপড় বা বিছানার চাদর, স্পর্শ করলেই সংক্রমণ ছড়াতে পারে।

রোগের লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, ত্বকে র‍্যাশ এবং তীব্র রক্তক্ষরণ। সিডিসি জানায়, মারবার্গের কোনো নির্দিষ্ট ওষুধ বা টিকা নেই। চিকিৎসা মূলত সহায়ক যত্ন, বিশ্রাম এবং শরীরে তরল ধরে রাখার ওপর নির্ভরশীল।

ইথিওপিয়ার দক্ষিণের ওমো অঞ্চলে এ প্রাদুর্ভাব দেখা দিয়েছে, যা দক্ষিণ সুদানের সীমান্তের কাছে। আফ্রিকা সিডিসির মহাপরিচালক জ্যঁ কাসেয়া সতর্ক করে বলেছেন, ‘দক্ষিণ সুদান খুব দূরে নয় এবং দেশটির স্বাস্থ্যব্যবস্থা অত্যন্ত নাজুক।’ সাম্প্রতিক সপ্তাহগুলোতে আফ্রিকার অন্য কোথাও এই ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া যায়নি।

ডব্লিউএইচও প্রধান টেড্রোস জানিয়েছেন, ইথিওপিয়াকে সংক্রমণ নিয়ন্ত্রণ, আক্রান্তদের চিকিৎসা এবং রোগ সীমান্ত পেরিয়ে ছড়িয়ে পড়া প্রতিরোধে জাতিসংঘের সংস্থা সরাসরি সহায়তা দিচ্ছে।

ইথিওপিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আক্রান্তদের পৃথক করে চিকিৎসা দেওয়া হচ্ছে। সম্ভাব্য সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্তে কাজ চলছে। পাশাপাশি সম্প্রদায়ভিত্তিক স্ক্রিনিং এবং সচেতনতা বাড়াতে প্রচারণা চালানো হচ্ছে। মন্ত্রণালয় জনগণকে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্য কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে এবং কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নিতে অনুরোধ করেছে।

সূত্র: আলজাজিরা।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

পাঁচ অস্ত্রসহ গ্রেফতার লিটন গাজী সম্পর্কে সব জানালো পুলিশ সুপার
আনসার ভিডিপি ব্যাংকের ৯ কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেফতার
লালমনিরহাটে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন
ভোলাহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা দালাল চক্রের খপ্পরে
বাংলাদেশ সীমান্তে পঁচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
সুদের টাকার জন্য নোয়াখালীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার-১
ইমরান খান বেঁচে আছেন, দেশ ছাড়তে চাপ: পিটিআই
হাসিনা-রেহানা-টিউলিপের প্লট দুর্নীতি মামলার রায় আজ
শুরু হলো বিজয়ের মাস
বিডিআর হত্যাকাণ্ডে ভারত জড়িত
খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি
স্কুল ভর্তির লটারি ১১ ডিসেম্বর
বিডিআরকে দুর্বল করে ক্ষমতা টিকিয়ে রাখাতেই পিলখানা হত্যাকাণ্ড
ছয় উপসচিবের দফতর পরিবর্তন