পরিবেশ আইনের উল্লঙ্ঘনের অভিযোগ
সাদুল্লাপুরে ৫ ইটভাটায় অভিযান, ২৩ লাখ টাকা জরিমানা
গাইবান্ধার সাদুল্লাপুরে পরিবেশ আইন অমান্য করে ইটভাটা পরিচালনার দায়ে ৫টি প্রতিষ্ঠানকে মোট ২৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।
এ যৌথ অভিযান পরিচালনা করে র্যাব-১৩, গাইবান্ধা জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং পরিবেশ অধিদফতর। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিবেশ অধিদফতরের প্রতিনিধি।
জরিমানা প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো এবং মালিকরা হলেন:
- মেসার্স আনোয়ারা ব্রিক্স, মালিক মোঃ আল মামুন — ৫ লাখ টাকা
- মেসার্স সরকার ব্রিক্স, মালিক মোঃ আশরাফুল হাবিব — ৪ লাখ ৫০ হাজার টাকা
- মেসার্স এসআই ব্রিক্স, মালিক শরিফুল আলম উজ্জল — ৫ লাখ ৫০ হাজার টাকা
- এ জেড বি ব্রিক্স, মালিক আজিজ — ৩ লাখ টাকা
- এমএবি ব্রিক্স, মালিক আনোয়ার হোসেন সরকার — ৫ লাখ টাকা
র্যাব-১৩ জানায়, সম্প্রতি ওই এলাকার ইটভাটাগুলোতে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর অতিরিক্ত সালফার ও অ্যাশ-মারকারি সম্বলিত কয়লা ব্যবহার করা হচ্ছিলো এছাড়া বেশ কয়েকটি ভাটা প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়াই কার্যক্রম পরিচালনা করছিলো। এ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়।
র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরিবেশ রক্ষায় এবং অবৈধ ইটভাটার প্রসার রোধে এ ধরনের অভিযান অত্যন্ত জরুরি। র্যাব-১৩ প্রতিটি সদস্য অপরাধ দমনে দৃঢ় প্রতিজ্ঞ। আমরা পরিবেশের ক্ষতি রোধ করতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রাখবো।
অভিযানে সাদুল্লাপুর ফায়ার সার্ভিস এবং অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সহযোগিতা করেন।
এ অভিযান এলাকায় পরিবেশ রক্ষায় সরকারের প্রতিশ্রুতির সঙ্গে মিল রেখে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
সবার দেশ/কেএম




























