ইউএনআরডব্লিউএ নিষেধাজ্ঞা না তুললে হুঁশিয়ারি
ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতে নেয়া হবে: জাতিসংঘ
জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ’র বিরুদ্ধে নেয়া পদক্ষেপ প্রত্যাহার না করলে ইসরায়েলকে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এ বিষয়ে গত ৮ জানুয়ারি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠান তিনি। টিআরটি ওয়ার্ল্ড এ তথ্য জানিয়েছে।
চিঠিতে গুতেরেস স্পষ্ট ভাষায় সতর্ক করে বলেন, ইউএনআরডব্লিউএ’র বিরুদ্ধে প্রণীত আইন বাতিল না করা হলে এবং সংস্থাটির জব্দ করা সম্পদ ও স্থাপনা ফিরিয়ে না দিলে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে যাওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। তিনি বলেন, ইসরায়েলের এসব পদক্ষেপ আন্তর্জাতিক আইনের অধীনে দেশটির বাধ্যবাধকতার সরাসরি লঙ্ঘন এবং জাতিসংঘ এ বিষয়ে নীরব থাকতে পারে না।
গুতেরেস তার চিঠিতে উল্লেখ করেন, ইউএনআরডব্লিউএ’র কার্যক্রমে বাধা দেয়া শুধু একটি সংস্থাকে লক্ষ্য করে নয়, বরং ফিলিস্তিনি শরণার্থীদের মৌলিক অধিকার ও মানবিক সহায়তার পথকেও রুদ্ধ করছে। তাই এসব সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করা জরুরি।
উল্লেখ্য, ইসরায়েলের পার্লামেন্ট ২০২৪ সালের অক্টোবরে একটি আইন পাস করে দেশটিতে ইউএনআরডব্লিউএ’র কার্যক্রম নিষিদ্ধ করে। একই সঙ্গে সরকারি কর্মকর্তাদের সংস্থাটির সঙ্গে যেকোনও ধরনের যোগাযোগ করাও নিষিদ্ধ করা হয়। পরবর্তী সময়ে গত মাসে আইনটি সংশোধন করে ইউএনআরডব্লিউএ পরিচালিত কেন্দ্রগুলোতে বিদ্যুৎ ও পানির সরবরাহ বন্ধ করে দেয়া হয়।
এর পাশাপাশি ইসরায়েলি কর্তৃপক্ষ গত মাসে পূর্ব জেরুজালেমে অবস্থিত ইউএনআরডব্লিউএ’র একটি অফিস জব্দ করে। জাতিসংঘ পূর্ব জেরুজালেমকে আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে ইসরায়েল অধিকৃত এলাকা হিসেবে বিবেচনা করে, যদিও ইসরায়েল পুরো জেরুজালেমকে নিজেদের সার্বভৌম ভূখণ্ড বলে দাবি করে আসছে।
এদিকে গুতেরেসের পাঠানো চিঠি প্রত্যাখ্যান করেছেন জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। মঙ্গলবার এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, মহাসচিবের এ হুমকিতে ইসরায়েল বিচলিত নয়। তার দাবি, ইউএনআরডব্লিউএ’র কিছু কর্মী সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগ মোকাবিলার পরিবর্তে গুতেরেস ইসরায়েলকে হুমকি দেয়ার পথ বেছে নিয়েছেন, যা আন্তর্জাতিক আইন রক্ষার উদাহরণ নয়।
তবে জাতিসংঘের শীর্ষ কর্মকর্তারা এবং নিরাপত্তা পরিষদ ইউএনআরডব্লিউএকে গাজায় মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার প্রধান ভিত্তি হিসেবে উল্লেখ করে আসছে। সংস্থাটি দীর্ঘদিন ধরে গাজা ও আশপাশের অঞ্চলে খাদ্য, চিকিৎসা, শিক্ষা ও আশ্রয় সহায়তা দিয়ে আসছে।
আন্তর্জাতিক বিচার আদালত জাতিসংঘের সর্বোচ্চ আইনি সংস্থা। গত অক্টোবরে আইসিজে একটি মতামত দেয়, যেখানে বলা হয় গাজার বেসামরিক জনগণের মৌলিক প্রয়োজন নিশ্চিত করা ইসরায়েলের আইনি দায়িত্ব। যদিও আইসিজের মতামত আইনগত ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, তবে সেগুলো বাধ্যতামূলক নয় এবং আদালতের নিজস্ব কোনও প্রয়োগক্ষমতা নেই।
এ প্রেক্ষাপটে গুতেরেসের হুঁশিয়ারিকে ইসরায়েল-জাতিসংঘ সম্পর্কের ক্ষেত্রে নতুন করে উত্তেজনার ইঙ্গিত হিসেবে দেখছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।
সবার দেশ/কেএম




























