ছাত্র সংসদ নির্বাচনে চমকের ধারাবাহিকতা
জকসুতে ভিপিসহ ৩ শীর্ষ পদে শিবিরের জয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে শিবির সমর্থিত প্যানেল বড় ধরনের সাফল্য অর্জন করেছে। ভাইস প্রেসিডেন্ট (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস)—কেন্দ্রীয় সংসদের এ তিন শীর্ষ পদেই শিবির সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন। এর মাধ্যমে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা শীর্ষ তিন পদে পরাজিত হন।
৩৮টি কেন্দ্রের ভোট গণনা শেষে বুধবার রাত পৌনে ১২টার দিকে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।
ঘোষিত ফল অনুযায়ী, ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম জয়ী হন। তিনি ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী এ কে এম রাকিবকে ৮৭০ ভোটের ব্যবধানে পরাজিত করেন। রিয়াজুল ইসলাম মোট পেয়েছেন ৫ হাজার ৫৫৮ ভোট, আর এ কে এম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট।
সাধারণ সম্পাদক (জিএস) পদে শিবির সমর্থিত প্রার্থী আব্দুল আলিম আরিফ জয়ী হন। তিনি মোট ৫ হাজার ৪৬৮ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ১৩৩ ভোট।
সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবির সমর্থিত প্রার্থী মাসুদ রানা জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৫ হাজার ১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আতিকুল রহমান তানজিল পেয়েছেন ৩ হাজার ৯৪৩ ভোট।
উল্লেখ্য, কয়েক দফা পেছানো ও স্থগিতের পর গত মঙ্গলবার বহুল আলোচিত ও প্রতীক্ষিত জকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১৬ হাজার ৪৪৫ জন ভোটারের মধ্যে প্রায় ৬৬ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন কমিশনের তথ্যমতে, মোট ভোটারের মধ্যে নারী ভোটার ছিলেন ৮ হাজার ৪৭৯ জন এবং পুরুষ ভোটার ছিলেন ৮ হাজার ১৭০ জন। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে মোট প্রার্থী ছিলেন ১৯০ জন।
ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ৩৯টি কেন্দ্রে স্থাপিত ১৭৮টি বুথে। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি কেন্দ্র এবং একটি হল সংসদের জন্য আলাদা কেন্দ্র নির্ধারণ করা হয়েছিল।
নির্বাচন শেষে ক্যাম্পাসজুড়ে ফলাফল নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। শীর্ষ তিন পদে শিবির সমর্থিত প্যানেলের জয়কে জকসুর রাজনীতিতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
সবার দেশ/কেএম




























