আপিল বিভাগের রায়
হোমনা–মেঘনা আসন পুনর্বহাল, নির্বাচনী দৌড়ে স্বস্তি
হোমনা–মেঘনা সংসদীয় আসন পুনর্বহাল করেছেন আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দেওয়া রায়ে এ আসন সংক্রান্ত আগের সিদ্ধান্ত বাতিল করে নির্বাচন আয়োজনের পথ সুগম করলেন সর্বোচ্চ আদালত। এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হোমনা–মেঘনা আসনটি আবারও পূর্ণাঙ্গভাবে নির্বাচনী প্রক্রিয়ার আওতায় ফিরে এলো।
আদালত সূত্রে জানা গেছে, হোমনা–মেঘনা আসন নিয়ে দায়ের করা আপিলের শুনানি শেষে আপিল বিভাগ এ রায় দেন। শুনানিকালে উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন করা হয় এবং নির্বাচন আইন ও সংবিধানের সংশ্লিষ্ট বিধান পর্যালোচনা করা হয়। সবকিছু বিবেচনায় নিয়ে আদালত মনে করেন, আসন বাতিল রাখার সিদ্ধান্ত আইনগতভাবে টেকসই নয়।
এর আগে হোমনা–মেঘনা আসন নিয়ে আইনি জটিলতার কারণে নির্বাচনী কার্যক্রম নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। মনোনয়ন, ভোট আয়োজন ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে স্থানীয় পর্যায়ে বিভ্রান্তি দেখা দেয়। আপিল বিভাগের রায়ের মধ্য দিয়ে সে অনিশ্চয়তার অবসান হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রায়ের পর নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, আদালতের নির্দেশনা অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। নির্ধারিত তফসিল ও বিধিমালার আলোকে হোমনা–মেঘনা আসনে নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করা হবে। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, ভোটারদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতেই এ রায় গুরুত্বপূর্ণ।
এদিকে আপিল বিভাগের রায়ে স্থানীয় ভোটারদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। রাজনৈতিক দল ও প্রার্থীরাও সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা আইনি জটিলতা কাটায় এখন নির্বাচনী মাঠে স্বাভাবিক প্রতিযোগিতা সম্ভব হবে।
আইনজ্ঞদের মতে, এ রায় নির্বাচন কমিশন ও প্রশাসনের জন্য একটি স্পষ্ট দিকনির্দেশনা। একই সঙ্গে এটি প্রমাণ করে যে, নির্বাচন সংক্রান্ত যেকোনও বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি আইনের মাধ্যমেই হওয়া উচিত।
আপিল বিভাগের রায়ের ফলে হোমনা–মেঘনা আসনে প্রচারণা ও নির্বাচনী কার্যক্রম নতুন করে গতি পাবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার নির্দেশনাও দেয়া হয়েছে।
সবার দেশ/কেএম




























