Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৪, ৮ জানুয়ারি ২০২৬

সব তথ্য আইনগতভাবে যাচাইযোগ্য

আয়-সম্পদ নিয়ে অপপ্রচারের জবাব নাহিদ ইসলামের

আয়-সম্পদ নিয়ে অপপ্রচারের জবাব নাহিদ ইসলামের
ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম তার নির্বাচনী হলফনামায় উল্লেখিত আয় ও সম্পদ নিয়ে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন। 

বুধবার (৭ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এসব অপপ্রচারের ব্যাখ্যা তুলে ধরেন এবং সংশ্লিষ্ট তথ্যের বিস্তারিত ব্যাখ্যা দেন।

ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম বলেন, তার আয় ও সম্পদ সংক্রান্ত তথ্যকে ইচ্ছাকৃতভাবে বিকৃত করে উপস্থাপন করা হচ্ছে, যার উদ্দেশ্য সত্য উদঘাটন নয়; বরং একজন স্বচ্ছ রাজনীতিবিদকে সন্দেহের কাঠগড়ায় দাঁড় করানো। তিনি দাবি করেন, এ প্রচারণা একটি সুপরিকল্পিত রাজনৈতিক প্রয়াস।

বাৎসরিক আয় নিয়ে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, সেটিকে ভুল ধারণার ওপর ভিত্তি করে তৈরি বলা হয় পোস্টে। নাহিদ ইসলাম ব্যাখ্যা করেন, হলফনামায় উল্লেখিত ১৬ লাখ টাকা কোনো নির্দিষ্ট চাকরি ছাড়ার পর হঠাৎ অর্জিত অর্থ নয়; এটি ২০২৪-২৫ অর্থবছরের (১ জুলাই থেকে পরবর্তী বছরের ৩০ জুন পর্যন্ত) মোট আয়ের হিসাব। এ সময়ের মধ্যে প্রায় সাত মাস তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং রাষ্ট্রীয়ভাবে নির্ধারিত বেতন-ভাতা পেয়েছেন।

তার ভাষ্য অনুযায়ী, মোট ১৬ লাখ টাকার মধ্যে প্রায় ১১ লাখ টাকাই এসেছে উপদেষ্টা হিসেবে প্রাপ্ত বেতন ও ভাতা থেকে, যা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পরিশোধিত, আয়করযোগ্য এবং সম্পূর্ণভাবে নথিভুক্ত। অবশিষ্ট অংশ এসেছে উপদেষ্টা পদ থেকে পদত্যাগের পর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কনসালটেন্ট হিসেবে বৈধ পেশাগত কাজের সম্মানী থেকে, যারও কর হিসাব রয়েছে।

মোট সম্পদের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, তার মোট সম্পদ ৩২ লাখ টাকা। এটি কোনও এক বছরের আয় নয়; বরং তার প্রায় ২৭ বছরের জীবনের সঞ্চয়ের সমষ্টি। এর মধ্যে রয়েছে উপদেষ্টা পদের বেতন থেকে সেভিংস, পূর্ববর্তী সঞ্চয়, পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানে পাওয়া উপহার, স্বর্ণালংকার, ফার্নিচার এবং ইলেকট্রনিক পণ্যের মূল্য। পাশাপাশি উপদেষ্টা পদ থেকে পদত্যাগের পর আয়কর পরিশোধিত আয়ের অংশও এতে অন্তর্ভুক্ত রয়েছে। তিনি দাবি করেন, হলফনামায় একেবারে সঠিক ও নির্ভুল তথ্যই দেয়া হয়েছে।

ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে চলমান অপপ্রচার প্রসঙ্গে তিনি বলেন, এটি তথ্যের অপব্যবহার ছাড়া কিছু নয়। উপদেষ্টা পদ থেকে পদত্যাগের সময় তার ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ১০ হাজার টাকা ছিলো, যা ওই সময়ের অবশিষ্ট নগদ অর্থমাত্র—মোট সম্পদের প্রতিফলন নয়। পরবর্তীতে মন্ত্রীদের আসবাবপত্র কেনার জন্য বরাদ্দ অর্থ একই অ্যাকাউন্টে জমা হওয়ায় ব্যালেন্স বৃদ্ধি পায়, যা হলফনামায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। বর্তমানে তার দুটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে—একটি সোনালী ব্যাংকে এবং অন্যটি নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য ২৮ ডিসেম্বর সিটি ব্যাংকে খোলা। এর বাইরে তার আর কোনও ব্যাংক অ্যাকাউন্ট নেই।

তিনি আরও জানান, উপদেষ্টা পদে থাকা অবস্থায় যেমন তার কোনও জমি, ফ্ল্যাট বা গাড়ি ছিলো না, পদত্যাগের পরেও তা হয়নি। এ তথ্যও হলফনামায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

পেশা সংক্রান্ত বিভ্রান্তি নিয়েও নাহিদ ইসলাম মন্তব্য করেন। তিনি বলেন, হলফনামার কোথাও তার পেশা হিসেবে শিক্ষকতা উল্লেখ করা হয়নি। পূর্ববর্তী পেশা হিসেবে সরকারের উপদেষ্টা এবং বর্তমান পেশা হিসেবে কনসালট্যান্সি উল্লেখ রয়েছে। তিনি একটি টেক ফার্মে স্ট্র্যাটেজিক ও পলিসি সিদ্ধান্তে পরামর্শ দেন, যার নাম নির্বাচন কমিশনে দাখিল করা নথিতে উল্লেখ আছে। প্রতিষ্ঠানটি কোনও সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত নয় এবং তার যুক্ত থাকার কারণে প্রতিষ্ঠানটি কখনও সরকারি সুবিধা পায়নি বলেও তিনি দাবি করেন।

ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম বলেন, তার আয় ও সম্পদ সংক্রান্ত প্রতিটি তথ্য আয়কর রিটার্ন ও নির্বাচনী হলফনামার মাধ্যমে আইনগতভাবে যাচাইযোগ্য। উপদেষ্টা পদে থাকাকালীন আয়, পদত্যাগের পর পেশাগত আয় এবং জীবনের সামগ্রিক সম্পদ—সব কিছু তিনি আলাদা করে, স্বচ্ছভাবে ঘোষণা করেছেন। কিন্তু এসব পৃথক তথ্যকে ইচ্ছাকৃতভাবে গুলিয়ে দিয়ে একটি অসৎ রাজনৈতিক বয়ান তৈরি করার চেষ্টা চলছে।

তিনি বলেন, সীমিত সম্পদ ও স্বচ্ছ আয়ের ঘোষণা প্রমাণ করে যে তিনি ক্ষমতার অপব্যবহার বা অবৈধ সম্পদ সঞ্চয়ের রাজনীতির বাইরে থেকেই দায়িত্ব পালন করেছেন। আর সেটিই এ অপপ্রচারের মূল অস্বস্তির জায়গা। একই সঙ্গে তিনি আক্ষেপ করে বলেন, এ দেশে সত্য বলা অনেক সময় অপরাধে পরিণত হয়। যত বেশি স্বচ্ছতা দেখানো হয়, তত বেশি প্রশ্ন তোলা হয়; অথচ যেসব রাজনীতিবিদ বছরের পর বছর দেশে-বিদেশে বিলাসবহুল জীবনযাপন করেন এবং যাদের হলফনামার তথ্য বাস্তবতার সঙ্গে মেলে না, তাদের ক্ষেত্রে জবাবদিহি প্রায় অনুপস্থিত থাকে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সোনারগাঁয়ে ছিনতাইকারীদের সিএনজিতে জনতার আগুন
ইরানবিরোধী হামলায় সৌদি আকাশসীমা নয়: যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা রিয়াদের
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি
বিমান পরিচালনা পর্ষদে সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি
একুশে বইমেলা-২০২৬ শুরু ২০ ফেব্রুয়ারি
পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২ বছরের মুনাফা পাবেন না
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত
দীর্ঘ বিরতির পর কুমিল্লায় তারেক রহমান
সোনার ভরি ছাড়ালো ২ লাখ ৩৪ হাজার টাকা
নাটোরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাগাতিপাড়ার সামসুন্নাহার ও তৌহিদুল হক
ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষকের পলায়ন, মাদরাসায় অগ্নিসংযোগ
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
মিথ্যা ঘোষণায় আমদানি করা ভারতীয় ইলিশের চালান আটক
ইরান বিক্ষোভ দমনে সফল, সরকারপন্থিদের দখলে রাজপথ
রংপুরে বিষাক্ত মদপানে মৃত্যু মিছিল, সংখ্যা বেড়ে ৮
চেম্বার আদালতেও হতাশ হাসনাতের আসনের বিএনপি প্রার্থী মুন্সী
বিএনপি নেতা সাজু বহিষ্কার
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের সাক্ষাৎ
আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দির মুক্তি
ইরানে হস্তক্ষেপ হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবেন খামেনি